নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন অবৈধভাবে কাঠ পাঁচার করার সময় প্রায় ৫ লাখ টাকার সেগুন গোল কাঠসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে বনবিভাগ। আজ শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল নামক এলাকা হইতে অবৈধভাবে কাঠ পাচারের অপচেষ্টাকালে সেগুন গোল কাঠ সহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ শাহানশাহ নওশাদ এর নির্দেশনা মোতাবেক সঙ্গীয় স্টাফসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল নামক এলাকা হইতে মিনি কাভার্ডভ্যান নং-ঢাকা মেট্রো-ড-১৪-৭৩০২ যোগে অবৈধভাবে কাঠ পাচারের অপচেষ্টাকালে সেগুন গোল কাঠ সহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
স্টেশন কর্মকর্তা মোঃ শাহানশাহ নওশাদ দি ক্রাইমকে জানান, সরকারী ঠানা বন্ধের সুযোগ ব্যবহার করার জন্য কাঠ পাচারকারীরা সক্রিয়। অবৈধ সেগুন গোল কাঠ এবং কাভার্ডভ্যান ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয়। এ ব্যাপারে বন মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি এ প্রতিবেদকে জানান ।
Post Views: 548



