প্রেস বিজ্ঞপ্তি: ৫টি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের সময়সীমা ২ বছর বর্ধিতকরণের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকার ওয়াপদা ভবনের বোর্ড সভাকক্ষে বিউবো ও সংশ্লিষ্ট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রসমূহের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিউবো’র সদস্যবর্গ উপস্থিত ছিলেন।
যেসব রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে বিউবো’র বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো হলো – মদনগঞ্জ ১০২ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র, মেঘনাঘাট ১০০ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র, সিদ্ধিরগঞ্জ ১০০ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র, নোয়াপাড়া ৪০ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র ও খুলনা ১১৫ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র।
বিদ্যুৎ ক্রয় চুক্তিতে বিউবো’র পক্ষে বোর্ড সচিব মোহাম্মদ সেলিম রেজা ও সংশ্লিষ্ট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রসমূহের প্রতিনিধিরা স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিউবো ও সংশ্লিষ্ট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রসমূহের সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Post Views: 605



