নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে স্বাগত জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবালসহ কর্মকর্তারা। এর আগে গত বুধবার সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৬১ জেলার জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যানকে প্রশাসক নিয়োগ দেন। তারই আলোকে সাবেক চেয়ারম্যান এম এ সালাম পুনরায় প্রশাসক মনোনীত হয়েছেন। তাকে গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমুহের পক্ষ থেকে তার কার্যালয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। এক প্রতিক্রিয়ায় প্রশাসক বলেন, তিনি সততার সাথে দায়িত্ব পালন করবেন।
Post Views: 581



