লামা সংবাদদাতা: লামা উপজেলার লামা আলীকদম সড়কের পাঁচ মাইল নামক স্থানে দুই মোটরসাইকেল আরোহী চার যুবকের উপর হামলা চালায় এক ডাকাতের দল। আজ সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৮টায় ইয়াংছা পাঁচ মাইল নামক স্থানে ডাকাতের কবলে পরে চার যুবক ।
আহতরা হলেন, মোঃ নুরুল আমিন, পিতা, কামাল উদ্দীন, গ্রাম আলীকদম আমতলী, ৭ নং ওয়ার্ড। মোঃ আবুল নাছের, পিতা, মৃত: মোঃ হোসেন, গ্রাম: ক্যাচিং পাড়া, ৮নং ওয়ার্ড ৩ নং ফাঁসিয়াখালী।মোঃ মনির হোসেন, পিতা, নাছির আহাম্মদ, গ্রাম, গয়ালমারা, লামা। মোঃ ইমরান হোসেন, পিতা, মোঃ শহিদ, গ্রাম, গয়ালমারা, লামা।
May be an image of 1 person and beard
তাদের নিকট রক্ষিত নগদ ৯৭ হাজার টাকা ডাকাত দল হাতিয়ে নেয়। ডাকাত দল মোটরসাইকেল আরোহীদের রামদা দিয়ে কুপিয়ে দুইজনকে গুরত্বর জখম করে, এবং অন্য দুইজনকে লাঠি, রামদা ও হাতুড়ি দিয়ে গুরুতর ভাবে আহত করে। একই সাথে তাদের নিকট থেকে দুটি দামী মোবাইল সেট ও হাতিয়ে নেয়।
লামা সংবাদদাতা: লামা উপজেলার লামা আলীকদম সড়কের পাঁচ মাইল নামক স্থানে দুই মোটরসাইকেল আরোহী চার যুবকের উপর হামলা চালায় এক ডাকাতের দল। আজ সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৮টায় ইয়াংছা পাঁচ মাইল নামক স্থানে ডাকাতের কবলে পরে চার যুবক ।
আহতরা হলেন, মোঃ নুরুল আমিন, পিতা, কামাল উদ্দীন, গ্রাম আলীকদম আমতলী, ৭ নং ওয়ার্ড। মোঃ আবুল নাছের, পিতা, মৃত: মোঃ হোসেন, গ্রাম: ক্যাচিং পাড়া, ৮নং ওয়ার্ড ৩ নং ফাঁসিয়াখালী।মোঃ মনির হোসেন, পিতা, নাছির আহাম্মদ, গ্রাম, গয়ালমারা, লামা। মোঃ ইমরান হোসেন, পিতা, মোঃ শহিদ, গ্রাম, গয়ালমারা, লামা।
May be an image of 1 person and beard
তাদের নিকট রক্ষিত নগদ ৯৭ হাজার টাকা ডাকাত দল হাতিয়ে নেয়। ডাকাত দল মোটরসাইকেল আরোহীদের রামদা দিয়ে কুপিয়ে দুইজনকে গুরত্বর জখম করে, এবং অন্য দুইজনকে লাঠি, রামদা ও হাতুড়ি দিয়ে গুরুতর ভাবে আহত করে। একই সাথে তাদের নিকট থেকে দুটি দামী মোবাইল সেট ও হাতিয়ে নেয়।