লিটন কুতুবী, কুতুবদিয়া: কুতুবদিয়ায় পুকুরে ডুবে আল আমিন (৪) নামের শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় সে লেমশীখালী ইউনিয়নের হাজারিয়া পাড়ায় এ ঘঠনা ঘটে। সে একই এলাকার নাছির উদ্দিনের ছেলে।
জানা গেছে, আল আমিন সকালে খাওয়া দাওয়া করে খেলার কথা বলে বাড়ি থেকে ঘরের বাহির হয়। নিজের অজান্তে বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে যায় আল আমিন। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে অবশেষে তাকে পুকুরে ভাসতে দেখে। পুকুর থেকে তাকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করলে জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে দুপুর ১২টার সময় মৃত ঘোষনা করে।
Post Views: 318



