প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে গতকাল রবিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় আনোয়ারা প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
২২শে রমজান ১৪৪৩ হিজরি চাতরী চৌমুহনীস্থ একটি রেষ্টুরেন্টে প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সংবাদকর্মী সিরাজ কবিরের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি আনোয়ারা-কর্নফুলির নবনির্বাচিত পরিচালক নাজিম উদ্দীন আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা কবির আহমদ আজাদ, গাউছিয়া কমিটির নেতা মোহাম্মদ নাজিম উদ্দীন, শফিক আহমদ, মোহাম্মদ ইমরান খাঁন, উপজেলা ছাত্রলীগ নেতা সাইমুন কাসেম, মোহাম্মদ টিপু সুলতান, মোহাম্মদ রকিব, হাফেজ মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ হামিদ, মোহাম্মদ হামিম, মোহাম্মদ মাহিম, মোহাম্মদ সাজিদ, পায়েল আক্তার, সিয়াম উদ্দিন প্রমূখ ।
ইফতারপূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা ধর্মপ্রাণ মুসলমানেরা একমাস ধরে রোজা পালন করি। যার মূল দর্শন হলো আত্মসমর্পণ। বক্তারা বলেন, সংযম আত্মনিয়ন্ত্রণ, আনুগত্য এবং আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে পারস্পরিক শ্রদ্ধায়, সৌহার্দ, শান্তি, সমৃদ্ধি এবং সহিঞ্চুতা বৃদ্ধি পাবে। ফলে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের প্রসারও বৃদ্ধি পায় । ইফতার ও দোয়া মাহফিলে সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ আলী জিন্নাহ্।



