ইজাজুলঃ প্রতিদিনের কার্যক্রম অনুসারে আজ সোমবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নাইন এর নেতৃত্বে খাদ্যে ভেজাল রোধে একটি অভিযান পরিচালনা করা হয়। রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিমানবন্দর আশকোনা, হাজী ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাইন এর নেতৃত্বে এ সময় চারটি হোটেল এবং বাজারে দোকানদারকে চারটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নগরবাসীর সুবিধা নিশ্চিত করণে সিটি করপোরেশনের এ অভিযান অব্যহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
Post Views: 256



