প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আজ রবিবার (২৪ এপ্রিল) সকালে শহরের কাউতলীস্থ একট রেষ্টুরেন্টে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ফাউন্ডেশন ট্রেনিং এর সার্টিফিকেট বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধানঅতিথি ছিলেন জেলা রেজিষ্ট্রার লুৎফুল কবীর।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।
সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোহাম্মদ আরজু মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা মুসলিম নিকাহ রেজিষ্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী ইয়াহ হিয়া মাছউদ,ডিপিএফর সাধারন সম্পাদক মোঃ শরিফ্ উদ্দিন ,সদস্য মাহবুব খান প্রমুখ।
সভায় ব্ক্তারা বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। আলোচনা সভাশেষে ,ফাউন্ডেশন ট্রেনিং এর সার্টিফিকেট বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় পিফরডির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোছাঃ খোদেজা বেগম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহায়তা করেন র্যাপ এর নির্বাহী পরিচালক মোঃ আশিকুর রহমান ভূইয়া।
Post Views: 272



