নিজস্ব প্রতিবেদক: মেয়াদ শেষ হওয়ায় চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম আজ সোমবার (১৮ এপ্রিল) সকালে প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। মেয়াদ শেষ হওয়ায় তিনি দায়িত্ব হস্তান্তর করেন। সপ্তাহখানেকের মধ্যে নতুন প্রশাসক নিয়োগ করা হবে বলে জানা গেছে। ওই প্রশাসক ৬ মাসের মধ্যে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করবেন।
এদিকে দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করে বিলুপ্ত করা জেলা পরিষদগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে। গত রোববার উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগ জানায়, বিলুপ্ত করা জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তারা দায়িত্বে থাকবেন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেন, চলতি বছরের ২৩ জানুয়ারি মেয়াদ পূর্ণ হয়েছে। এরপর মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করলে আমাকে দায়িত্ব পালন করে যেতে হয়। এ সময় জেলা পরিষদ আইন সংশোধন করে জাতীয় সংসদে উত্থাপন ও পাস হয়। এরপর এটি গেজেট প্রকাশ করা হয়। তারই আলোকে আমি চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালের কাছে দায়িত্ব হস্তান্তর করেছি। জেলা পরিষদ আইন অনুযায়ী, পরিষদের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক: মেয়াদ শেষ হওয়ায় চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম আজ সোমবার (১৮ এপ্রিল) সকালে প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। মেয়াদ শেষ হওয়ায় তিনি দায়িত্ব হস্তান্তর করেন। সপ্তাহখানেকের মধ্যে নতুন প্রশাসক নিয়োগ করা হবে বলে জানা গেছে। ওই প্রশাসক ৬ মাসের মধ্যে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করবেন।
এদিকে দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করে বিলুপ্ত করা জেলা পরিষদগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে। গত রোববার উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগ জানায়, বিলুপ্ত করা জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তারা দায়িত্বে থাকবেন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেন, চলতি বছরের ২৩ জানুয়ারি মেয়াদ পূর্ণ হয়েছে। এরপর মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করলে আমাকে দায়িত্ব পালন করে যেতে হয়। এ সময় জেলা পরিষদ আইন সংশোধন করে জাতীয় সংসদে উত্থাপন ও পাস হয়। এরপর এটি গেজেট প্রকাশ করা হয়। তারই আলোকে আমি চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালের কাছে দায়িত্ব হস্তান্তর করেছি। জেলা পরিষদ আইন অনুযায়ী, পরিষদের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।