হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী উপজেলা প্রশাসন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
অভিযানটি ভোর ৬টায় গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্টে শুরু হয়ে সকাল ৯টায় গুমানমর্দ্দন ইউনিয়নে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে অভিযানে আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম সাংবাদিকদের বলেন, হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। অভিযানে অংশগ্রহণকারী গ্রাম পুলিশসহ হালদা পাড়ের সাধারণ জনগণ যারা তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, মা-মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় হালদায় নিয়মিত কঠোর অভিযান চলবে।