ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে গলায় ফাঁস লাগিয়ে নাছিমা আকতার(৩৮) নামের এক মহিলা আত্মহত্যা করেছে।
রোববার (২৭ মার্চ) উপজেলার সুন্দরপুর ইউপির আজিমপুর গ্রামের হায়দার আলীর বাড়ীতে এ ঘটনা ঘটে। আত্মহত্যায় নিহত নাছিমা আজিমপুরের হায়দার আলীর বাড়ীর প্রবাসী ইব্রাহিমের স্ত্রী।
প্রতিবেশীরা জানায়, গেল কদিন আগে শ্বশুর বাড়ী থেকে এনজিও কর্মীর সাথে পরকিয়া করে নাছিমা আকতারের মেয়ে পালিয়ে যায়। মেয়ের শ্বশুর বাড়ীর সাথে ৪ লক্ষ টাকা ঋণ রয়েছে নাছিমার। মেয়ে পালিয়ে যাওয়ায় তার শ্বশুর বাড়ীর লোকেরা টাকার চাপ দিলে সে এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ফটিকছড়ি থানা পুলিশের এস আই জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে মহিলার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছি।
Post Views: 639



