শনিবার (২৬ মার্চ) চরতী দুরদুরী নুর মোহাম্মদ কনভেনশন হলে উক্ত অনুষ্ঠান পালিত হয়। একই সাথে চরতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেম্বারদের বিদায় এবং নুতন চেয়ারম্যান মেম্বারদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরতী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়রসহ-সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মৌলানা ইলিয়াছ শাহীন, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবু ছালেহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছা লীগের সিনিয়র সহ-সভাপতি সোহলে মোহাম্প্রমদ মনজুর প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক সাতকানিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দীন আহমদ, বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম, চরতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করিম, সাংবাদিক মাহবুবুর রহমান, আমিলাইশ ইউনিয়নের নাবেক চেয়ারমান সরওয়ার উদ্দীন চৌধুরী, প্রত্যেক ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বৃন্দ। যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতী লীগসহ এলাকার সর্বস্তরের নারী পুরুষ।
নব নির্বাচিত মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের মোস্তফা, ২ নং ওয়ার্ডের মোহাম্মদ হানিফ চৌধুরী, ৩ নং ওয়ার্ডের নুরুল আমিন, ৪ নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের আবদুল মালেক সিকদার, ৬ নং ওয়ার্ডের মোহাম্মদ আলী, ৭ নং ওয়ার্ডের নুরুল আমিন, ৮ নং ওয়ার্ডের সাইফুল ইসলাম ও ৯ নং ওয়ার্ডের আবদুর রশিদ মাতব্বর।
চরতী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয় চরতী মুহাম্মদীয়া (স.) সিনিয়র মাদ্রাসার শহীদ মিনারে।
চরতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের উক্ত স্কুলের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীনের সাথে সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
চরতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেন, দক্ষিণ চরতী মজিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকসহ ছাত্র-ছাত্রীরা।
এ ছাড়া তুলাতলী আইডিয়ার ইনিষ্টটিউট, চরতী-দুরদুরী উচ্চ বিদ্যালয়সহ চরতীর সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ প্রতিষ্ঠানে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেন।



