প্রেস বিজ্ঞপ্তি: নগরীর এনায়েতবাজার মহিলা কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীর আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান আজ শনিবার (২৬ মার্চ) সকাল ১০ টায় কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর এইচ এ আরিফ ইলাহী।
কলেজের অধ্যক্ষ তহুরীন সবুরের সভাপতিত্বে সংবর্ধেয় অতিথি ছিলেন গেরিলা কমান্ডার সেক্টর-০১ বীর মুক্তিযোদ্ধা সিরু বাঙ্গালী, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা কাজল কান্তি দাশ।
বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ জামশেদুল আলম চৌধুরী, ডাঃ সুভাষ চন্দ্র সুত্রধর, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ইলোরা ইসলাম।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অধ্যাপিকা মুনিরা চৌধুরী।
বক্তারা বলেন, মহান স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে আজ বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে বাঙালিরা সর্বস্তরের অবহেলার পাত্র হিসেবে ব্যবহার হতো। বাংলাদেশ স্বাধীন হয়ে সে লুণ্ঠনকারী পাকিস্তানের চেয়ে অনেকদূর এগিয়ে যাচ্ছে। দেশ স্বাধীন হওয়ার জন্যে বঙ্গবন্ধুর যেমন অবদান রয়েছে ঠিক তেমনি বাংলাদেশ বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্যে। প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের ফসল হলো বাংলাদেশের দৃশ্যমান উন্নয়ন।



