চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলা নির্বাচনে বাগিছাহাট সংলগ্ন খান দিঘীর পাড়ে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান পদে মোটর সাইকেলের প্রার্থীর সমর্থকরা নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে তাদের গাড়ি প্রতিরোধ করে হামলা চালায় বিরোধী প্রার্থীর দুর্বৃত্তরা। নোহা চট্ট মেট্টো-চ ১১-৩৩৭৬ গাড়ির সামনের অংশে গ্লাস ভেঙ্গে দেয়। গাড়ি থেকে কানাইমাদারীর নিবু বড়ুয়া (৫৫)-কে এলোপাথাড়ি মারধর করে আহত করে। সে কানাইমাদারী এলাকার মৃত সুদর্শন বিকাশ বড়ুয়ার ছেলে বলে জানা যায়।

এ ব্যাপারে নিবু বড়ুয়া চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।

মোটর সাইকেলের প্রার্থী জসীম উদ্দীন আহমেদ বলেছেন, নির্বাচনের পূর্ব মুহুর্তে মোটর সাইকেলের সমর্থকদের শান্তিপূর্ণ প্রচারকালে হামলা এই নির্বাচনের জন্য একটি অশনিসংকেত। নির্বাচনে বৌদ্ধ সম্প্রদায়ের উপর এই হামলা চট্টগ্রাম বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দরা বিষয়টি তদারকি করছেন। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনকে সুষ্ঠু ভোট গ্রহণে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

গাড়িতে থাকা অমূল্য রঞ্জন বড়ুয়া (৭৫) বলেছেন, তারা হাশিমপুর বড়ুয়া পাড়ায় বড়ুয়া সম্প্রদায়ের দায়িত্ব দিয়ে নির্বাচনী প্রচারণার কাজ শেষে ফেরার পথে বাগিছাহাট থেকে ৪/৫টি মোটর সাইকেল নিয়ে তাদের গাড়ির পিছন পিছন এসে খান দিঘীর পাড়ে তাদের গাড়ির গতিরোধ করে থামিয়ে নিবুকে মারধর করে আহত করে এবং গাড়িতে হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভাংচুর করে। পরবর্তীতে এই হামলার ব্যাপারে থানায় অভিযোগ দিলে তারা বড় ধরনের ক্ষতি করার হুমকী দিয়ে চলে যায়।

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলা নির্বাচনে বাগিছাহাট সংলগ্ন খান দিঘীর পাড়ে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান পদে মোটর সাইকেলের প্রার্থীর সমর্থকরা নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে তাদের গাড়ি প্রতিরোধ করে হামলা চালায় বিরোধী প্রার্থীর দুর্বৃত্তরা। নোহা চট্ট মেট্টো-চ ১১-৩৩৭৬ গাড়ির সামনের অংশে গ্লাস ভেঙ্গে দেয়। গাড়ি থেকে কানাইমাদারীর নিবু বড়ুয়া (৫৫)-কে এলোপাথাড়ি মারধর করে আহত করে। সে কানাইমাদারী এলাকার মৃত সুদর্শন বিকাশ বড়ুয়ার ছেলে বলে জানা যায়।

এ ব্যাপারে নিবু বড়ুয়া চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।

মোটর সাইকেলের প্রার্থী জসীম উদ্দীন আহমেদ বলেছেন, নির্বাচনের পূর্ব মুহুর্তে মোটর সাইকেলের সমর্থকদের শান্তিপূর্ণ প্রচারকালে হামলা এই নির্বাচনের জন্য একটি অশনিসংকেত। নির্বাচনে বৌদ্ধ সম্প্রদায়ের উপর এই হামলা চট্টগ্রাম বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দরা বিষয়টি তদারকি করছেন। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনকে সুষ্ঠু ভোট গ্রহণে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

গাড়িতে থাকা অমূল্য রঞ্জন বড়ুয়া (৭৫) বলেছেন, তারা হাশিমপুর বড়ুয়া পাড়ায় বড়ুয়া সম্প্রদায়ের দায়িত্ব দিয়ে নির্বাচনী প্রচারণার কাজ শেষে ফেরার পথে বাগিছাহাট থেকে ৪/৫টি মোটর সাইকেল নিয়ে তাদের গাড়ির পিছন পিছন এসে খান দিঘীর পাড়ে তাদের গাড়ির গতিরোধ করে থামিয়ে নিবুকে মারধর করে আহত করে এবং গাড়িতে হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভাংচুর করে। পরবর্তীতে এই হামলার ব্যাপারে থানায় অভিযোগ দিলে তারা বড় ধরনের ক্ষতি করার হুমকী দিয়ে চলে যায়।