বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ আগামী ২১ মে ২য় দফায় চকরিয়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচন নিয়ে চকরিয়া বাসির মধ্যে চলছে নানান জল্পনা কল্পনা ও হিসাব নিকাশ চলছে। কোন প্রার্থীকে নির্বাচিত করলে অতীতের মতো চকরিয়া বাসিকে আর অবহেলিত হতে হবে না তা নিয়ে চলছে ভোটারদের মধ্যে চুল চেরা বিশ্লেষণ।

চকরিয়া উপজেলা অধিকাংশ ইউনিয়নে সরেজমিন ঘুরে স্থানীয় ভোটারের মতামত লক্ষ করা যায়, ভাইস-চেয়ারম্যান পদে নতুন কারো উপর আস্থা রাখছে। বিশেষ করে তরুণ-শিক্ষিত ও মহিলা ভোটাররা মনে করছেন এবার যোগ্য, সৎ ও সাম্প্রদায়িক কেউ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে বিগত বারের মতো আবার ও আমরা অবহেলিত হবনা। মডেল ও আধুনিক উপজেলা হিসেবে চকরিয়া উপজেলকে সাজাতে চকরিয়া উপজেলার অধিকাংশ ভোটার ও জনসাধারণ মনে করছে তপন দাশ ভাইস চেয়ারম্যান হিসেবে যোগ্য প্রার্থী। এমন সাহসী সৎ মানুষটি পদে না থেকেও মানুষের বিপদে পাশে থাকে আমরা এখন তপন দাশ কে নির্বাচিত করবো।

এক প্রশ্নের জবাবে তপন দাশ বলেন, আমি ইতিমধ্যে অধিকাংশ এলাকায় গণসংযোগ শেষ করেছি, ভোটারদেরও ব্যাপক সাড়া পাচ্ছি । বিগত সময়ের কথা ভুলে গিয়ে মডেল ও আধুনিক উপজেলা গঠনের করার সুযোগ দিবেন আপমর জনগণ। আমার বিরুদ্ধে কোনো দখলবাজি , চাঁদাবাজি, অনিয়ম-দুর্নীতি ও জনগণকে নির্যাতনের অভিযোগ নাই। চকরিয়া বাসির যেকোন বিপদে আমার কাছে আসলে আমি আমার মতো সহযোগিতা করেছি নির্বাচিত জনপ্রতিনিধির না থেকেও। তাই আমি বিশ্বাস করি চকরিয়া উপজেলা বাসি বিপুল ভোটের মাধ্যমে আমাকে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী করবেন।

উপজেলা নির্বাচন নিয়ে নতুন ভোটারদের মধ্যে দেখা মিলছে উৎসাহ উদ্দীপনা। নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে এমন প্রত্যাশা শিক্ষা ও ঐতিহ্যের চকরিয়া উপজেলার নতুন প্রজন্মের ভোটারদের। তাদের ভোটে নির্বাচিতরা উন্নয়ন আর মানুষের ভাগ্য বদলে দিবে এমনটি মনে করে চকরিয়া বাসি।

বিশিষ্টজনদের মতামত, সাম্প্রদায়িক সম্প্রীতির রোলমডেল চকরিয়া উপজেলা। তাই এই মডেলকে ধরে রাখতে তপন দাশ ভাইস চেয়ারম্যান হিসেবে যোগ্য প্রার্থী।

চকরিয়া উপজেলা প্রতিটি বাজারের চা দোকান, মুদির দোকান আড্ডা খানায় পর্যন্ত ভাইস চেয়ারম্যান হিসেবে টিয়া পাখি মার্কার পদপ্রার্থী তপন দাশ এর আলোচনা। ২১ মে সারাদিন ভোট শেষ লড়াইয়ে বিজয়ের হাসি তপন দাশ এর মুখে আসবে বলে মনে করেন স্থানীয় ভোটারা।

বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ আগামী ২১ মে ২য় দফায় চকরিয়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচন নিয়ে চকরিয়া বাসির মধ্যে চলছে নানান জল্পনা কল্পনা ও হিসাব নিকাশ চলছে। কোন প্রার্থীকে নির্বাচিত করলে অতীতের মতো চকরিয়া বাসিকে আর অবহেলিত হতে হবে না তা নিয়ে চলছে ভোটারদের মধ্যে চুল চেরা বিশ্লেষণ।

চকরিয়া উপজেলা অধিকাংশ ইউনিয়নে সরেজমিন ঘুরে স্থানীয় ভোটারের মতামত লক্ষ করা যায়, ভাইস-চেয়ারম্যান পদে নতুন কারো উপর আস্থা রাখছে। বিশেষ করে তরুণ-শিক্ষিত ও মহিলা ভোটাররা মনে করছেন এবার যোগ্য, সৎ ও সাম্প্রদায়িক কেউ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে বিগত বারের মতো আবার ও আমরা অবহেলিত হবনা। মডেল ও আধুনিক উপজেলা হিসেবে চকরিয়া উপজেলকে সাজাতে চকরিয়া উপজেলার অধিকাংশ ভোটার ও জনসাধারণ মনে করছে তপন দাশ ভাইস চেয়ারম্যান হিসেবে যোগ্য প্রার্থী। এমন সাহসী সৎ মানুষটি পদে না থেকেও মানুষের বিপদে পাশে থাকে আমরা এখন তপন দাশ কে নির্বাচিত করবো।

এক প্রশ্নের জবাবে তপন দাশ বলেন, আমি ইতিমধ্যে অধিকাংশ এলাকায় গণসংযোগ শেষ করেছি, ভোটারদেরও ব্যাপক সাড়া পাচ্ছি । বিগত সময়ের কথা ভুলে গিয়ে মডেল ও আধুনিক উপজেলা গঠনের করার সুযোগ দিবেন আপমর জনগণ। আমার বিরুদ্ধে কোনো দখলবাজি , চাঁদাবাজি, অনিয়ম-দুর্নীতি ও জনগণকে নির্যাতনের অভিযোগ নাই। চকরিয়া বাসির যেকোন বিপদে আমার কাছে আসলে আমি আমার মতো সহযোগিতা করেছি নির্বাচিত জনপ্রতিনিধির না থেকেও। তাই আমি বিশ্বাস করি চকরিয়া উপজেলা বাসি বিপুল ভোটের মাধ্যমে আমাকে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী করবেন।

উপজেলা নির্বাচন নিয়ে নতুন ভোটারদের মধ্যে দেখা মিলছে উৎসাহ উদ্দীপনা। নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে এমন প্রত্যাশা শিক্ষা ও ঐতিহ্যের চকরিয়া উপজেলার নতুন প্রজন্মের ভোটারদের। তাদের ভোটে নির্বাচিতরা উন্নয়ন আর মানুষের ভাগ্য বদলে দিবে এমনটি মনে করে চকরিয়া বাসি।

বিশিষ্টজনদের মতামত, সাম্প্রদায়িক সম্প্রীতির রোলমডেল চকরিয়া উপজেলা। তাই এই মডেলকে ধরে রাখতে তপন দাশ ভাইস চেয়ারম্যান হিসেবে যোগ্য প্রার্থী।

চকরিয়া উপজেলা প্রতিটি বাজারের চা দোকান, মুদির দোকান আড্ডা খানায় পর্যন্ত ভাইস চেয়ারম্যান হিসেবে টিয়া পাখি মার্কার পদপ্রার্থী তপন দাশ এর আলোচনা। ২১ মে সারাদিন ভোট শেষ লড়াইয়ে বিজয়ের হাসি তপন দাশ এর মুখে আসবে বলে মনে করেন স্থানীয় ভোটারা।