কলকাতা থেকে প্রদীপ চৌধূরী: ভারতীয় খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন। আজ সোমবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান তিনি। পঙ্কজ উদাসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে নায়াব উদাস।
তিনি বলেছেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী শিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন।’ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
পঙ্কজ উদাসের জনসংযোগ কর্মকর্তা জানান, ২৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা ভালো ছিল না।
Post Views: 460