বিজন কুমার বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার উদ্যোগে চকরিয়া অঞ্চলের (উপজেলা,পৌরসভা,মাতামুহুরি) বিশেষ সদস্য ( রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় চকরিয়া মহিলা কলেজের হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।
প্রধান বক্তা ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ মোহাম্মদ এডভোকেট শাহজাহান, কর্মপরিষদ সদস্য আক্তার আহমেদ।
উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, পৌরসভার আমীর আরিফুল কবির, মাতামুহুরি সাংগঠনিক উপজেলার আমীর মাওলানা ফরিদুল আলম।
সম্মেলনে তিন সাংগঠনিক উপজেলার ৫ শতাধিক নারী-পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের রুকনগণ সমাজ পরিবর্তনের অগ্রণী শক্তি । তাদের আদর্শ জীবন, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমেই দেশে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে । দেশের যেকোনো সমস্যায় রুকনদের সর্বোচ্চ ত্যাগের নাজরানা পেশ করতে হবে।




