রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি বিএফডিসির বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে গত রাত সাড়ে ৩ টা থেকে আজ শনিবার ২৫ জুন সকাল ১১ টা পর্যন্ত কাপ্তাই হ্রদের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন। অভিযানে কাপ্তাই হ্রদ থেকে অবৈধভাবে নিধনকৃত এক মণেরও বেশী বিভিন্ন প্রজাতির টেংরা, কালিবাউশ ও তেলাপিয়া মাছ জব্দ করা হয়। পরে তা প্রকাশ্যে রাঙ্গামাটি বিএফডিসি ঘাটে নিলাম দেয়া হয়। জব্দকৃত মাছ নিলামে দিয়ে ১৮ হাজার টাকা রাজস্ব সরকারী ফান্ডে জমা প্রদান করা হয়েছে। এছাড়া অভিযানের সময় একটি ইঞ্জিন চালিত বোট, ৮ টি ছোট মাছ ধরার নৌকা জব্ধ করতে সক্ষম হয় বিএফডিসি কর্তৃপক্ষ।
রাঙ্গামাটি বিএফডিসি ব্যবস্থাপক লে. কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর সার্বিক দিক-নির্দেশনা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি বিএফডিসির হিসাব রক্ষণ অফিসার মোঃ জাহিদুল ইসলাম, মার্কেটিং অফিসার মোঃ সোয়েব সালেহীন, মার্কেটিং সহকারী মুকিত বিন নূর হাসান, বিএফডিসি ঘাটের ওজনদার মোঃ আলাউদ্দিন, বোট ড্রাইভার দিপু মারমা ও নূর আলম, মোতালেব, ইমরান, খালেক, আনোয়ার শহিদ সিনিয়র রেফ. অপারেটর ও নৌ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
১ মে থেকে বন্ধ হওয়ার পর থেকে কাপ্তাই হ্রদের মাছ শিকারের উপর করা বিশেষ নজরদারী রেখেছে বিএফডিসি কর্তৃপক্ষ। আগাম দিন গুলোতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএফডিসি কর্তৃপক্ষ।




