আবিদুর রহমান বাবুল দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি॥ স্বপ্নের পদ্মা সেতুর উদ্ভোধন উপলক্ষে আনন্দে ভাসছে চন্দনাইশ।আজ শনিবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ, চন্দনাইশ থানা দিনটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেন। উপজেলা পরিষদ পদ্মা সেতুর উদ্ভোধন উপলক্ষে উপজেলা পরিষদে আলোকসজ্জা এবং মসজিদের দোয়া মাহফিলের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি এ কর্মসূচির কথা জানান। এ উপলক্ষে চন্দনাইশ থানার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল থানায় আলোকসজ্জা, থানা প্রাঙ্গন থেকে বিভিন্ন ডাক-ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ র্যালী। সকাল ১০টায় আনন্দ র্যালী থানা প্রাঙ্গন থেকে বের হয়ে থানা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় থানা প্রাঙ্গনে এসে শেষ করেন। এসময় থানা প্রাঙ্গনে এক আলোচনা সভা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, পদ্মা সেতু স্বপ্নের সেতু, বিশ্ব ইতিহাসে আজ ২৫ জুন বাংলাদেশের নাম নতুনভাবে অংকিত হলো। এই পদ্মা সেতুর জন্য বাংলাদেশ উন্নয়নের চরম শিখরে আরোহন করছে। উন্নয়নের রোড মডেলে বাংলাদেশ আর পিছিয়ে নেই। স্বপ্নের পদ্মা সেতুর স্বপ্ন দ্রষ্টা মানবতার মা জননেত্রী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ যতদিন থাকবে, থাকবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, পদ্মা সেতু যতদিন থাকবে ততদিন শত শত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর ইতিহাসের সাথে শেখ হাসিনার নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে। বক্তারা শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করেন।
থানার এ.এস.আই হিরুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা আওয়ামালীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, চন্দনাইশ পৌরসভা মেয়র মাহবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, ওসি তদন্ত শফিকুল ইসলাম। থানার সেকেন্ড অফিসার খালেকুজ্জামান, চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন।
এছাড়া গাছবাড়ীয়া কলেজ গেইটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আনন্দ র্যালী বের হয়। এটি নতুন কলেজ গেইটে এসে শেষ হয়। এখানে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক কাইছার উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, সহ-প্রচার হেলাল, মুক্তিযোদ্ধার সন্তান ইদ্রিস মেম্বার, আব্দুর রহিম, শেখ হেলাল, ফরিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।




