লিটন কুতুবী,কুতুবদিয়া: শত চেষ্ঠা করে বখাটে উত্যক্তদের কবল থেকে বাঁচতে পারেনি কিশোর যুবতী। স্কুলে যাওয়ার পথে কুরুচিপূর্ণ আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করায় জীবন ঝুঁকিতে পড়েছে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী। বখাটে উত্যক্তরা এতই শক্তিশালী রাতে ইয়াবা সেবনে ব্যস্ত,দিনে উশৃঙ্খলায় জড়িত। তারই প্রমাণ ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কিশোরীকে অপহরণ করে।
গত সোমবার (২০মে) সকালে কুতুবদিয়া উপজেলা উত্তর ধুরুং ইউনিয়নের মসজিদ পাড়া এলাকা আবু বক্কর সিদ্দিকীর স্কুল পড়ুয়া কন্যা জান্নাতুল আরফিন রাফি প্রতি দিনের ন্যয় ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে যাচ্ছিল। পথের মধ্যে একদল কিশোর গ্যাং ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে গেছে। শিক্ষার্থীর অভিভাবক সন্ধ্যা পর্যন্ত মেয়ে ঘরে না আসায় স্কুলে এবং আত্নীয়স্বজনদের বাড়িতে খুঁজাখুঁজি না পেয়ে ২১ মে মঙ্গলবার দুপুরে স্থানীয় কুতুবদিয়া থানায় লিখিত অভিযোগ দিলে ওসি মোহাম্মদ গোলাম কবিরের নির্দেশে এসআই রিংকন ধুরুং বাজার এলাকায় অভিযানে নেমে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক আমান উল্লাহ নামের একজনকে থানায় আনা হয়েছে বলে কর্তব্যরত অফিসার নিশ্চিত করেন।
অপহৃত স্কুল ছাত্রী পিতা আবু বক্কর সিদ্দিকী বলেন,প্রতি দিনের ন্যয় তার কন্যা স্কুলে যাওয়া আসা করে। রাসেদের নেতৃত্বে একটি কিশোর গ্যাং এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন।
ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোরশেদ আলম বলেন, জান্নাতুল আরফিন রাফি অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ক শাখার শিক্ষার্থী। সে বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী। বখাটের কিশোর গ্যাংয়ের উত্যক্তে রাস্তায় আসা যাওয়ার পথে স্কুল মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে ধুরুং বাজার এলাকায় আইনশৃংখলার অবনতি ঘটেছে। স্কুল শিক্ষার্থীদের এ ধরনের উত্যক্ত ও অপহরণের ঘটনা ঘটলে নারী শিক্ষা বিপদজনক অবস্থানে দাড়াবে।