নিজস্ব প্রতিবেদক: লোহাগাড়া উপজেলা সদর গ্রামে ৫ বসতঘর আগুনে পুড়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে খান মোহাম্মদ সিকদার পাড়ায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল)ভোররাত ৩ টার দিকে।

ক্ষতিগ্রস্থদের দাবী, অগ্নিকান্ডে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ লক্ষাধিক টাকা। আগুনে পুড়েছে নাছির উদ্দীন সিকদার, কুতুব উদ্দীন সিকদার, আসমা খাতুন, আবদুর রহিম সিকদার ও মোহাম্মদ আলী সিকদারের বসতঘর।

জানা গেছে, আগুনের সূত্রপাত নাছির উদ্দীন সিকদারের বসতঘর থেকে। বৈদ্যুতিক শর্ট- সার্কিট অথবা শত্রুতায় কারও আগুনে এ অগ্নিকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুরুতে আগুন ছড়িয়ে পড়ে প্রায় সব বসতঘরে। শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সংবাদ পেয়ে লোহাগাড়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নিচে মানবেতর দিনাতিপাত করছে।

নিজস্ব প্রতিবেদক: লোহাগাড়া উপজেলা সদর গ্রামে ৫ বসতঘর আগুনে পুড়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে খান মোহাম্মদ সিকদার পাড়ায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল)ভোররাত ৩ টার দিকে।

ক্ষতিগ্রস্থদের দাবী, অগ্নিকান্ডে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ লক্ষাধিক টাকা। আগুনে পুড়েছে নাছির উদ্দীন সিকদার, কুতুব উদ্দীন সিকদার, আসমা খাতুন, আবদুর রহিম সিকদার ও মোহাম্মদ আলী সিকদারের বসতঘর।

জানা গেছে, আগুনের সূত্রপাত নাছির উদ্দীন সিকদারের বসতঘর থেকে। বৈদ্যুতিক শর্ট- সার্কিট অথবা শত্রুতায় কারও আগুনে এ অগ্নিকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুরুতে আগুন ছড়িয়ে পড়ে প্রায় সব বসতঘরে। শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সংবাদ পেয়ে লোহাগাড়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নিচে মানবেতর দিনাতিপাত করছে।