স্টাফ রিপোর্টার, চকরিয়া : কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমদ সিআইপির ছোট ভাই কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দিন আহমদ মঙ্গলবার (০২ এপ্রিল )রাত ১১টার দিকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা মরহুম ফজল করিমের দ্বিতীয় পুত্র। কমরুউদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। সম্প্রতি ভারত থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে অবস্থান করেছিলেন। এরপর থেকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে নিয়মিত চেকআপ করতেন।
গত কয়েকদিন ধরে হঠাৎ করে কমরুউদ্দিন আহমদের স্বাস্থ্যের অবনতি হলে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে মৃত্যুরকোলে ঢলে পড়েন তিনি। কমরউদ্দিনের একমাত্র পুত্র কানাডায় পড়াশোনা করেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গুলো।