মোহাম্মদ ফারুক,ক্রীড়া প্রতিবেদক : সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেটে ৬ষ্ঠ ম্যাচে এসে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে লিগে নিজেদের জয়ের সুচনা করেছে ইস্পাহানি স্পোর্টিং ক্লাব।
আজ সোমবার (০১ এপ্রিল)নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তার মোহামেডানকে ৩ উইকেটে পরাজিত করে। এই জয়ের ফলে ৬ ম্যাচের ১টি জয়লাভ করে প্রথম ৩ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় নিজেদের নাম সংযুক্ত করল ইস্পাহানি। অন্যদিকে মোহামেডানের পয়েণ্ট ৬ ম্যাচে ৩ (১ জয় ও ৫ পরাজয়)।
সকালে টসে জয়লাভ করে ব্যাট করতে নেমে মোহামেডান ব্যাটম্যানরা প্রথমে কিছুটা গুছিয়ে খেলে ৩৪.৫ ওভারে ৪ উইকেটে ১৫২ রান সংগ্রহ করলেও পরবর্তী ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতার কারণে ৫০ ওভারে অলআউট হয়ে যায় ১৯৪ রানে। দলের পক্ষে ইশতিয়াক হোসেন সর্ব্বোচ ৫২ ও ইশতিয়াক বিণ ইদ্রিস ৫০ রান সংগ্রহ করেন।
১৯৫ রানের টার্গেটে লীগে নিজেদের ১ম জয়ের লক্ষ্যে ব্যাট করতে মাঠে নেমে মাত্র ২২ রানে ৪ উইকেট হারায় ইস্পাহানি। পরবর্তীতে ৫ম উইকেটের জুটি দলকে ধীরে ধীরে জয়ের দিকে নিয়ে যায় । ৯০ রানে ৫ম, ১১৮ রানে ৬ষ্ঠ ও ১৭৩ রানে ৭ম উইকেটের পতন হয় ইস্পাহানির। এর মাঝে পিনাক ঘোষের অনবদ্য ৮৪ রানের সুবাদে ৪৪.৫ ওভারে ৭ উইকেটে ১৯৬ রান করে ইস্পাহানি পৌঁছে যায় জয়ের বন্দরে। দলের পক্ষে পিনাক ঘোষ সর্ব্বোচ ৮৪, সুদিপ্ত দেব ২৯ রান করেন।
ম্যাচে বল হাতে ইস্পাহানির মাহিদ আবদুল্লাহ ৩, নাঈম উদ্দিন ২টি ও সাইদুল ইসলাম তুহিন ২টি এবং মোহামেডানের শামিম মিয়া ২ ও ইসরাত, আরিফুল, জসিম ও মিজান ১টি করে উইকেট লাভ করে।