ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস- ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লীগে জয়েরধারা অব্যাহত রেখেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) লিগের ৬ রাউন্ডের ম্যাচে বোলার আবু বক্কর জীবনের ২১ রানে ৬ উইকেট ও ব্যাটসম্যান জাহিদ জাবেদ এর ৮৩ রানের সুবাদে শহীদ শাহাজাহান সংঘকে ৭৪ রানে পরাজিত করে। এর ফলে লীগে নিজেদের টানা ৬ষ্ঠ জয় পেল আবাহনী।

অন্যদিকে আজকের ম্যাচে পরাজয়ের ফলে টানা ৬ ম্যাচ হারাল শহীদ শাহাজাহান সংঘ।

এম এ আজিজ স্টেডিয়ামে সকালে টসে জিতে শাহাজাহান সংঘ আবাহনীকে ব্যাট করার আমন্ত্রণ জানালে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৬ রান সংগ্রহ করে আবাহনী। দলের পক্ষে জাহিদ জাবেদ সর্ব্বোচ ৭২ বলে ৮৩ ও মোঃ হান্নান ৪৪ রান করেন।

আবাহনীর ২৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শহীদ শাহাজাহান সংঘ ৪৭.৫ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ইসমাইল হোসেন ও সাদমান বিন খালেদ উভয়ে করেন ৩৫ রান।

ম্যাচে বল হাতে আবাহনীর আবু বক্কর জীবন নেন ২১ রানে ৬ এবং শাহাজাহান সংঘের মমতাজুল হুদা ৮ ও আবদুল কাদের রাসেল নেন ৩ উইকেট।

১ম বিভাগে ইয়ং স্টার এর জয়লাভ

সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে ইয়ং স্টার। বৃহস্পতিবার সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৬ উইকেটে লাকী স্টার ক্লাবকে পরাজিত করে। স্কোর : লাকী স্টার ক্লাব ২০২ (৪৮.২) ইয়ং স্টার  ২০৮/৪ (৪৭.৩)। ফলাফল: ইয়ং স্টার ৬ উইকেটে জয়ী।

ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস- ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লীগে জয়েরধারা অব্যাহত রেখেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) লিগের ৬ রাউন্ডের ম্যাচে বোলার আবু বক্কর জীবনের ২১ রানে ৬ উইকেট ও ব্যাটসম্যান জাহিদ জাবেদ এর ৮৩ রানের সুবাদে শহীদ শাহাজাহান সংঘকে ৭৪ রানে পরাজিত করে। এর ফলে লীগে নিজেদের টানা ৬ষ্ঠ জয় পেল আবাহনী।

অন্যদিকে আজকের ম্যাচে পরাজয়ের ফলে টানা ৬ ম্যাচ হারাল শহীদ শাহাজাহান সংঘ।

এম এ আজিজ স্টেডিয়ামে সকালে টসে জিতে শাহাজাহান সংঘ আবাহনীকে ব্যাট করার আমন্ত্রণ জানালে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৬ রান সংগ্রহ করে আবাহনী। দলের পক্ষে জাহিদ জাবেদ সর্ব্বোচ ৭২ বলে ৮৩ ও মোঃ হান্নান ৪৪ রান করেন।

আবাহনীর ২৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শহীদ শাহাজাহান সংঘ ৪৭.৫ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ইসমাইল হোসেন ও সাদমান বিন খালেদ উভয়ে করেন ৩৫ রান।

ম্যাচে বল হাতে আবাহনীর আবু বক্কর জীবন নেন ২১ রানে ৬ এবং শাহাজাহান সংঘের মমতাজুল হুদা ৮ ও আবদুল কাদের রাসেল নেন ৩ উইকেট।

১ম বিভাগে ইয়ং স্টার এর জয়লাভ

সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে ইয়ং স্টার। বৃহস্পতিবার সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৬ উইকেটে লাকী স্টার ক্লাবকে পরাজিত করে। স্কোর : লাকী স্টার ক্লাব ২০২ (৪৮.২) ইয়ং স্টার  ২০৮/৪ (৪৭.৩)। ফলাফল: ইয়ং স্টার ৬ উইকেটে জয়ী।