ক্রীড়া প্রতিবেদক: আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে সিজিকেএস- কনফিডেন্স সিমেন্ট লি: ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২৪।আজ রবিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল ৯টায় সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিঃ এর মহাব্যবস্থাপক মো: শহীদুল ইসলাম।

সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২৪ আরম্ভের প্রাক্কালে আজ বৃহস্পতিবার বিকালে সিজেকেএস মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক এ কে এম আব্দুল হান্নান আকবর লিখিত বক্তব্যে এই বিষয়ে সাংবাদিকদের অবগত করেন।

এবারের লিগে মোট ১৫টি দল অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী দল সমূহকে লটারির মাধ্যমে নিম্নোক্তভাবে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে:- গ্রুপ: এ (৭ দল) গ্রুপ: বি (৮ দল)।
গ্রুপ: এ (৭ দল) : ১. কোয়ালিটি স্পোর্টস ২. বাংলাদেশ রেলওয়ে এস এ ৩. স্টার ক্লাব ৪. শতদল ক্লাব ৫. শতদল জুনিয়র ৬. সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা ৭. কর্ণফুলী ক্লাব।
গ্রুপ: বি (৮ দল) : ১. রাইজিং স্টার জুনিয়র ২. ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব ৩. উল্লাস ক্লাব ৪. ইয়ং স্টার ক্লাব ৫. শতাব্দী গোষ্ঠী ৬. বার্ডস স্পোটিং ক্লাব ৭. সিটি কর্পোরেশন একাদশ গ্রীণ ৮. নিমতলা লায়ন্স ক্লাব।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ১৫টি দলকে ২টি গ্রুপে বিভক্ত করে গ্রুপ লীগ পদ্ধতিতে সিজেকেএস ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৪ অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপের শীর্ষ স্থান অর্জনকারী ২টি করে মোট ৪ টি দল সুপার ফোর পর্বে এবং প্রতি গ্রুপের সর্বনিম্নে অবস্থানকারী ২টি করে মোট ৪ টি দল রেলিগেশন পর্বে অংশগ্রহণ করবে।

যেহেতু, ০২টি গ্রুপের দলসংখ্যা সমান নয়, সেহেতু প্রথম পর্বের গ্রুপ লীগের ম্যাচসমূহে অর্জিত পয়েন্ট সমূহ ‘সুপার ফোর এবং রেলিগেশন’ পর্বে যোগ হবে না। সুপার ফোর পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অর্জনকারী চ্যাম্পিয়ন দল হিসেবে প্রিমিয়ার লীগে উত্তীর্ণ হবে।

রেলিগেশন পর্বের সর্বনিম্ম অবস্থানকারী শেষ ২টি দল ২য় বিভাগ ক্রিকেট লীগে অবনমিত হবে।

উল্লেখ্য যে, ১ম বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণকারী ক্লাব ১২টি না হওয়া পর্যন্ত গ্রুপ লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।এবারের লীগের সম্ভাব্য বাজেট নির্ধারণ করা হয়েছে এগার লক্ষ চুয়াত্তর হাজার সাতশত টাকা। উক্ত বাজেটের সিংহভাগ টাকা চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিমিটেড স্পন্সরের সম্মতি প্রদান করেছেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে রাইজিং স্টার জুনিয়র বনাম কর্ণফুলী ক্লাব।

সিজেকেএস সহ- সভাপতি মো: হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ সাহাব উদ্দীন (শামীম), যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসাইন, সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খাঁন, আলী হাসান রাজু, মো: হারুন অর রশীদ, মো: মোশারফ হোসেন লিটন প্রমুখ।

ক্রীড়া প্রতিবেদক: আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে সিজিকেএস- কনফিডেন্স সিমেন্ট লি: ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২৪।আজ রবিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল ৯টায় সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিঃ এর মহাব্যবস্থাপক মো: শহীদুল ইসলাম।

সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২৪ আরম্ভের প্রাক্কালে আজ বৃহস্পতিবার বিকালে সিজেকেএস মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক এ কে এম আব্দুল হান্নান আকবর লিখিত বক্তব্যে এই বিষয়ে সাংবাদিকদের অবগত করেন।

এবারের লিগে মোট ১৫টি দল অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী দল সমূহকে লটারির মাধ্যমে নিম্নোক্তভাবে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে:- গ্রুপ: এ (৭ দল) গ্রুপ: বি (৮ দল)।
গ্রুপ: এ (৭ দল) : ১. কোয়ালিটি স্পোর্টস ২. বাংলাদেশ রেলওয়ে এস এ ৩. স্টার ক্লাব ৪. শতদল ক্লাব ৫. শতদল জুনিয়র ৬. সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা ৭. কর্ণফুলী ক্লাব।
গ্রুপ: বি (৮ দল) : ১. রাইজিং স্টার জুনিয়র ২. ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব ৩. উল্লাস ক্লাব ৪. ইয়ং স্টার ক্লাব ৫. শতাব্দী গোষ্ঠী ৬. বার্ডস স্পোটিং ক্লাব ৭. সিটি কর্পোরেশন একাদশ গ্রীণ ৮. নিমতলা লায়ন্স ক্লাব।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ১৫টি দলকে ২টি গ্রুপে বিভক্ত করে গ্রুপ লীগ পদ্ধতিতে সিজেকেএস ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৪ অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপের শীর্ষ স্থান অর্জনকারী ২টি করে মোট ৪ টি দল সুপার ফোর পর্বে এবং প্রতি গ্রুপের সর্বনিম্নে অবস্থানকারী ২টি করে মোট ৪ টি দল রেলিগেশন পর্বে অংশগ্রহণ করবে।

যেহেতু, ০২টি গ্রুপের দলসংখ্যা সমান নয়, সেহেতু প্রথম পর্বের গ্রুপ লীগের ম্যাচসমূহে অর্জিত পয়েন্ট সমূহ ‘সুপার ফোর এবং রেলিগেশন’ পর্বে যোগ হবে না। সুপার ফোর পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অর্জনকারী চ্যাম্পিয়ন দল হিসেবে প্রিমিয়ার লীগে উত্তীর্ণ হবে।

রেলিগেশন পর্বের সর্বনিম্ম অবস্থানকারী শেষ ২টি দল ২য় বিভাগ ক্রিকেট লীগে অবনমিত হবে।

উল্লেখ্য যে, ১ম বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণকারী ক্লাব ১২টি না হওয়া পর্যন্ত গ্রুপ লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।এবারের লীগের সম্ভাব্য বাজেট নির্ধারণ করা হয়েছে এগার লক্ষ চুয়াত্তর হাজার সাতশত টাকা। উক্ত বাজেটের সিংহভাগ টাকা চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিমিটেড স্পন্সরের সম্মতি প্রদান করেছেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে রাইজিং স্টার জুনিয়র বনাম কর্ণফুলী ক্লাব।

সিজেকেএস সহ- সভাপতি মো: হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ সাহাব উদ্দীন (শামীম), যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসাইন, সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খাঁন, আলী হাসান রাজু, মো: হারুন অর রশীদ, মো: মোশারফ হোসেন লিটন প্রমুখ।