সিলেট প্রতিনিধি: সিলেটের কতোয়ালী পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেছে।গত ০৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে সিলেট নগরীর মুন্সিপাড়া ১০/আই গিয়াস উদ্দিন এর কলোনি থেকে কথিত লাইভার ভূয়া সাংবাদিক নামধারী ও সিলেট যুব মহিলা লীগের পদ ব্যবহারকারী লাকি আহমেদকে গ্রেফতার করা হয়।আজ শুক্রবার (০৯ ফেব্রুয়ারী) বেলা ২ টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, কথিত লাকি আহমেদ সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন ও পত্রিকার সাংবাদিকদের উপর মিথ্যা মামলা, হামলা ও হত্যার হুমকি দিয়ে নানা ভাবে হয়রানি করে আসছেন দীর্ঘ দিন ধরে। ব্ল্যাকমেইলার লাকির হয়রানি থেকে মুক্তি পেতে বিচার চেয়ে ১২ অক্টোবর ২৩ইং তারিখে সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-১ এ একটি মামলা দায়ের করেন বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন, মামলা নং-৩০১/২৩। উক্ত মামলায় ৬ ফেব্রুয়ারী ২০২৪ইং আদালতে শুনানি শেষে আদালত ওয়ারেন্ট ইস্যু করলে তাকে গ্রেফতার করা হয় ।
এ ব্যাপারে কতোয়ালী থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরীর সাথে যোগাযোগ করলে লাকীকে গ্রেফতারের বিষয় নিশ্চত করেন।