উত্তরা প্রতিনিধিঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থাশিল সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ। আজ সোমবার (০৫ ফেব্রুয়ারী) সংগঠনটির পক্ষ থেকে নাহিদা ইসলামকে বাংলাদেশ মহিলা আওমীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ঘোষনা করায় সংগঠনের সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনব জাহান শিলা এমপির স্বাক্ষরিত এক চিঠিতে সংগঠন টির সদ্য নবগঠিত নির্বাহী সংসদ নেতা হওয়ায় নাহিদা ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চিঠির বিবৃতিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন এবং দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সম্বৃদ্ধ, আত্বনীর্ভরশীল বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ অঙ্গিকার বদ্ধ।আশা করি সংগঠনের ঘোষনা পত্র ও গঠনতন্ত্র অনুযারী একজন আদর্শ সেচ্ছাসেবী হিসেবে আপনি শৃংখলা, নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে সাংগঠনিক দ্বায়িত্ব পালনে সচেষ্ঠ হবেন।