সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বার হাজার দু’শত আটাশি কেজি ভারতীয় পেঁয়াজ বোঝাই কার্ভাড ভ্যানসহ ৪ চোরাকারবারীকে গ্রেফতার করেছে।আজ শুক্রবার (০২ ফেব্রুয়ারী) গভীর রাতে শাহপরাণ (রহ.) থানাধীন চকগ্রাম, দাসপাড়া সাকিনস্থ মেসার্স এ.ই পেট্রোল পাম্পের সামনে সিলেট- জাফলং মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ভারতীয় পেঁয়াজ বোঝাই কার্ভাড ভ্যানসহ চোরাকারবারীদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- গাড়ী চালক মো: খায়রুজ্জামান প্রকাশ শাপলা(৩০), নাইম আহমদ(২০), মো: আশিকুর রহমান (২৮) ও মো: সাগর ইকবাল(২০)।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের উপ -পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরীর দিকনির্দেশনায় রাতে অনুমান মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের মাধ্যমে এসএমপি শাহপরাণ (রহ.) থানাধীন চকগ্রাম, দাসপাড়া সাকিনস্থ মেসার্স এ.ই পেট্রোল পাম্পের সামনে সিলেট- জাফলং মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মো: খায়রুজ্জামান প্রকাশ শাপলা(৩০) চালক, পিতা- মৃত আব্দুল গণি, মাতা- মোছা: ফাতেমা খাতুন, সাং- দক্ষিণ বুরুজ বাগান, থানা- শার্সা, জেলা- যশোর, নাইম আহমদ(২০), পিতা- ফখরুল ইসলাম, মাতা- সফাতুন বেগম, সাং- হরিপুর, চাঁনঘাট, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট, মো: আশিকুর রহমান (২৮), পিতা- রহিজ উদ্দিন, মাতা- আম্বিয়া বেগম, সাং- আসামপাড়া, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট, মো: সাগর ইকবাল(২০), পিতা- শফিউল ইসলাম, মাতা- মোছা: আছমা খাতুন, সাং- দক্ষিণ বুরুজ বাগান, থানা- শার্সা, জেলা- যশোরদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকালে আসামীদের হেফাজত হতে দু’শত ছাপান্ন বস্তা ভারতীয় পেঁয়াজ, ওজন বার হাজার দু’শত আটাশি কেজি, মূল্য অনুমান বার লক্ষ আটাশ হাজার আটশত টাকা ও ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত কার্ভাড ভ্যান যাহার রেজি: নং-ঢাকা মেট্রো ট-১৮-৬৭০৩ পেয়ে জব্দ করা হয়।

আসামীদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করলে এসএমপি শাহপরাণ (রহ.) থানার মামলা নং- ০৫, তারিখ-০২.০২.২০২৪খ্রি. ধারা- The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25 (D) রুজু করা হয়েছে।

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বার হাজার দু’শত আটাশি কেজি ভারতীয় পেঁয়াজ বোঝাই কার্ভাড ভ্যানসহ ৪ চোরাকারবারীকে গ্রেফতার করেছে।আজ শুক্রবার (০২ ফেব্রুয়ারী) গভীর রাতে শাহপরাণ (রহ.) থানাধীন চকগ্রাম, দাসপাড়া সাকিনস্থ মেসার্স এ.ই পেট্রোল পাম্পের সামনে সিলেট- জাফলং মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ভারতীয় পেঁয়াজ বোঝাই কার্ভাড ভ্যানসহ চোরাকারবারীদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- গাড়ী চালক মো: খায়রুজ্জামান প্রকাশ শাপলা(৩০), নাইম আহমদ(২০), মো: আশিকুর রহমান (২৮) ও মো: সাগর ইকবাল(২০)।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের উপ -পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরীর দিকনির্দেশনায় রাতে অনুমান মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের মাধ্যমে এসএমপি শাহপরাণ (রহ.) থানাধীন চকগ্রাম, দাসপাড়া সাকিনস্থ মেসার্স এ.ই পেট্রোল পাম্পের সামনে সিলেট- জাফলং মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মো: খায়রুজ্জামান প্রকাশ শাপলা(৩০) চালক, পিতা- মৃত আব্দুল গণি, মাতা- মোছা: ফাতেমা খাতুন, সাং- দক্ষিণ বুরুজ বাগান, থানা- শার্সা, জেলা- যশোর, নাইম আহমদ(২০), পিতা- ফখরুল ইসলাম, মাতা- সফাতুন বেগম, সাং- হরিপুর, চাঁনঘাট, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট, মো: আশিকুর রহমান (২৮), পিতা- রহিজ উদ্দিন, মাতা- আম্বিয়া বেগম, সাং- আসামপাড়া, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট, মো: সাগর ইকবাল(২০), পিতা- শফিউল ইসলাম, মাতা- মোছা: আছমা খাতুন, সাং- দক্ষিণ বুরুজ বাগান, থানা- শার্সা, জেলা- যশোরদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকালে আসামীদের হেফাজত হতে দু’শত ছাপান্ন বস্তা ভারতীয় পেঁয়াজ, ওজন বার হাজার দু’শত আটাশি কেজি, মূল্য অনুমান বার লক্ষ আটাশ হাজার আটশত টাকা ও ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত কার্ভাড ভ্যান যাহার রেজি: নং-ঢাকা মেট্রো ট-১৮-৬৭০৩ পেয়ে জব্দ করা হয়।

আসামীদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করলে এসএমপি শাহপরাণ (রহ.) থানার মামলা নং- ০৫, তারিখ-০২.০২.২০২৪খ্রি. ধারা- The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25 (D) রুজু করা হয়েছে।