প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন কার্যনির্বাহী কমিটির ১৭তম নিয়মিত সভা আজ শনিবার (১১ নভেম্বর)দুপুর ২টায় সংগঠনের কনফারেন্স রুমে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও এশিয়ান গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
নির্ধারিত আলোচ্যসূচি মোতাবেক অনুষ্ঠিত সভায় সভার সভাপতি অংশগ্রহনকারী সকল সদস্যবৃন্দকে স্বাগত জানান এবং সংগঠনের মহাসচিবকে আলোচ্যসূচি মোতাবেক কার্যক্রম উপস্থাপনের অনুরোধ জানান।
আলোচ্যসূচি মোতাবেক সভার কার্যক্রম শুরু হয় এবং সংগঠনের সার্বিক কার্যক্রম ব্যাপক ভাবে প্রচার প্রচারণা সহ সমাজের অস্বচ্ছল শ্রেণির রোগীবৃন্দের প্রতি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে রোগী সেবা কার্যক্রমকে জোরদারকরণের ব্যাপারে আলোচনা, পর্যালোচনা সহ সংশ্লিষ্ট বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনের প্রচার কার্যক্রম বৃদ্ধিকল্পে সার্বিক কার্যক্রম আরো জোরদারকরণসহ সংগঠনের সার্বিক কার্যক্রম বহুমুখী করণের অভিমত ব্যক্ত করা হয়। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন এবং চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়।
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের পক্ষে সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা: প্রবীর কুমার দাশ এবং চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের পক্ষে উক্ত সংগঠনের অনারারী সেক্রেটারী ডা: দেবাশীষ দত্ত স্ব-স্ব স্বাক্ষর প্রদান করেন। দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরকৃত এই সমঝোতা চুক্তি মোতাবেক উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক রেফারকৃত রোগীকে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রদানসহ এতদসংশ্লিষ্ট বিষয়ে উভয় প্রতিষ্ঠান সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।
সভার সভাপতি নিয়মিত সভা এবং সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের এই ঐতিহাসিক মুহুর্তে উপস্থিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক সভার সমাপ্তি ঘোষণা করেন।
উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা: প্রবীর কুমার দাশ, অধ্যাপক ডা: মোঃ আবু তারেক ইকবাল, ট্রেজারার নাসির উদ্দিন চৌধুরী, জনসংযোগ সম্পাদক এস.এম আবু তৈয়ব, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা: সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, ডা: এ কে এম নাছির উদ্দিন, অনারারী এডভাইজার (ল্যাব) আবুল কালাম তোফা, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ডা: প্রকাশ কুমার চৌধুরী, আশরাফুল আলম আরজু।