কক্সবাজার (সদর) প্রতিনিধি : কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমন চরওয়ার কমল জাতীয় সংসদের হুইপ মনোনীত হওয়ায় কক্সবাজারে গণসংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) কক্সবাজার পাবলিক লাইব্রের শহীদ দৌলত ময়দানে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধিত অতিথি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সাইমুন সারোয়ার কমল এমপি বলেছেন, আগের চাইতে আরো অনেক বেশি সেবা দিয়ে যাব। আমি হুইপ বা এমপি হিসেবে নয় আমি আপনাদের কমল হয়েই থাকতে চাই।
তিনি আরো বলেন, কক্সবাজারে ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত, কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়ককে ৬ লেনে উন্নীত করে, কক্সবাজারে পাতাল সড়কসহ সকল সড়ককে আধুনিকি করণ করে সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার কি স্মার্ট শহরে পরিণত করার উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মত মানবতার নেত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিটি সেক্টরে অদম্য গতিতে নিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। বিগত সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলের প্রতি ধন্যবাদ জানান নবনিযুক্ত হুইপ সাইমন সরোয়ার কমল এমপি।