প্রেস বিজ্ঞপ্তি: অসহায় মানুষের পাশে দাঁড়ানো দশ বছর এতেক্বাফের চেয়েও উত্তম। পবিত্র হাদিস শরীফের বাণী অনুসরণ করে নগরীর ফলমন্ডিস্থ মেসার্স তৈয়বীয়া ফার্মের চেয়ারম্যান, আধ্যাত্মিক মানবিক কল্যাণমূলক সংগঠন ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর, আনোয়ারা বরুমচড়ার কৃতিসন্তান আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন আরিফের নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায় আনোয়ারা থানার বরুমচড়া ইউনিয়নে দু’হাজার অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও ঈদ উপহার প্রদান করা হয়।
গত ৩০ মার্চ খাদ্য সামগ্রী, নগদ অর্থ, ঈদ উপহার বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন আরিফের শ্রদ্ধেয় পিতা হাজী মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ হোসেন সওদাগর, আইনজীবী মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আব্দুর রহিম সওদাগর, মুহাম্মদ নুরুল আমিন, ছালেহ আহমদ, মুহাম্মদ আবু মুছা কাদেরী প্রমুখ।
এছাড়াও স্থানীয় আলেম, ওলামা, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন আরিফ বলেন, হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এভাবে যদি অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তাহলে সমাজে অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘব হবে। এজন্য আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মোস্তফা (দ.) বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো দশ বছর এতেক্বাফের চেয়েও উত্তম। আসুন, আমরা সবাই রসুলে পাক (দ.) এর বাণী অনুসরণ করে অসহায় মানুষের পাশে দাঁড়াই।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে আমি সবসময় এগিয়ে আসার চেষ্টা করি। দরিদ্র-অসহায়দের পাশে দাঁড়িয়ে সবসময় ভালোবাসা ও সহানুভূতির হাত প্রসারিত করতে চাই। যেকোনো সামাজিক সংকট, বিপর্যয় বা প্রয়োজনীয় মুহূর্তে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য আমাকে সবাই দোয়া করবেন। আমিন।