খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারের ১৬টি ব্যবসা দোকান আগুনে পুড়ে গেছে। বুধবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দাবী স্থানীয় ব্যবসায়ীদের।সেনাবাহিনীর দীঘিনালা জোন, বাবুছড়া জোনের ৭ বিজিবি ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পচিালক মোহাম্মদ জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়াবে।
বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, ঈদ ও বৈসাবি উৎসবকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে পর্যাপ্ত মালামাল মজুদ করেছিল। হঠাৎ আগুনে সব পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা সর্বস্বান্ত।
উল্লেখ্য, চলতি বছরের ৭ মার্চ আগুনে বোয়ালখালী বাজারের বহু দোকানপাট পুড়ে যায়। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পাহাড়ি-বাঙ্গালী দাঙ্গায় আরো একবার পুড়েছিল এই বাজারটি।