মিজবাউল হক, চকরিয়া : পেকুয়ায় প্রবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এক অভিবাসন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুর ২টায় পেকুয়া উপজেলা হল রুমে “প্রবাসী শ্রমিকের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এই সংলাপের আয়োজন করা হয়।
ফিল্মস ফর পিস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকীর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) দূর্জয় বিশ্বাস, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী, ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মারিয়াম প্রমা, অভিযোগ ব্যবস্থাপনা কমিটির মোহাম্মদ কমর উদ্দিন এবং অভিযোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য আরজু আরা খুকি।
সংলাপে বক্তারা বলেন, পেকুয়া উপজেলার প্রায় ১০ হাজার প্রবাসী বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে অভিবাসন প্রক্রিয়ায় দুর্নীতি,মধ্যস্থতাকারীদের প্রতারণা, অপ্রশিক্ষিত শ্রমিকদের সমস্যাসহ নানা প্রতিবন্ধকতা তাদের নিরাপদ অভিবাসনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী বলেন, “আমাদের লক্ষ্য হলো প্রবাসীদের সঠিক তথ্য ও সহায়তা প্রদান করা। পাসপোর্ট ও ভিসা প্রসেসিং থেকে শুরু করে বৈধ উপায়ে বিদেশ গমনে উৎসাহিত করা এবং প্রবাসে জীবনযাপনের নিয়ম-কানুন শেখানোর মাধ্যমে তাদের অধিকার সচেতন করা প্রয়োজন।”
অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগীরা জানান, প্রতারণার শিকার হয়ে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আইনি সহায়তা পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে জনবল সংকট রয়েছে, যা প্রবাসীদের সঠিক সেবা পেতে বাধা সৃষ্টি করছে। এ সমস্যা সমাধানে দূতাবাসে জনবল বাড়ানোর পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং প্রশাসনের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করা হয়।
সংলাপে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি, অভিবাসন প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীদের জবাবদিহিতা নিশ্চিতকরণ, প্রতারণা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।