ঢাকা অফিস: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আজ বুধবার(১২ মার্চ) গাজীপুর ও নারায়ণগঞ্জের সার্কেল অ্যাডজুট্যান্ট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক এবং প্রশিক্ষকাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় মহাপরিচালক বলেন, সামাজিক নিরাপত্তা ভূমিকার পাশাপাশি আমাদের লক্ষ্য হলো দেশের বেকার তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরিত করা। বেকারত্ব হলো বর্তমান সময়ের সবচেয়ে বড় সামাজিক সমস্যা। এই সামাজিক সমস্যা রাষ্ট্রীয় নিরাপত্তার ঝুঁকির প্রভাবক হিসেবে বিবেচিত। আমাদের কাজ হলো রাষ্ট্রের ঝুঁকি হ্রাসে জোরালো ভূমিকা রাখা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকি হ্রাসে যারা কাজ করে তাদের সর্বাত্মক সহযোগিতা করা। বাহিনীর ম্যান্ডেট ও বিদ্যমান নীতিমালা অনুযায়ী এই তরুণ জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে আর্থ-সামাজিক লক্ষ্য অর্জনের সাথে সম্পৃক্ত করাই বাহিনীর তৃণমূল পর্যায়ের প্রতিনিধিদের কাজ।
মহাপরিচালক রাজধানীর মোহাম্মদপুরের সাম্প্রতিক সময়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্ধৃতি দিয়ে বলেন, এ সব জায়গা চিহ্নিত করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের সাথে যারা জড়িত তাদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। দেশের তৃণমূল পর্যায়ে সকলকে আনসার ভিডিপির সক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে অবগত করার নির্দেশনা প্রদান করেন তিনি। এসময় তিনি বাহিনীর কর্মকর্তাগণের জনসম্পৃক্ততা বৃদ্ধির উপর বিশেষ জোর দেন।
তিনি আরো বলেন, রাষ্ট্রীয় প্রয়োজনে আনসার-ভিডিপির সহযোগিতামূলক প্রয়োজনীয়তাকে সবচাইতে বেশি বিবেচনায় রাখতে হবে। দেশের তৃণমূল পর্যায়ে বাহিনীর যে সামাজিক নেটওয়ার্ক আছে, তা রাষ্ট্রের যে কোন সহযোগীতামূলক পরিসরেই ভূমিকা রাখতে সক্ষম । স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের সাপ্তাহিক মাসিক বৈঠকের মাধ্যমে একে অন্যের সাথে সম্প্রতি স্থাপনের নির্দেশনা প্রদান করা হয়। ইউনিয়ন প্লাটুনের সদস্যদের সংখ্যা ও অবস্থান নিশ্চিত করে প্রয়োজনে ঘাটতির অনুকূলে নতুন স্বেচ্ছাসেবক অন্তর্ভুক্তিকরন প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও প্রশিক্ষণ পরবর্তী সময়ে প্লাটুনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ স্থাপন ও তাদের জীবনধারায় সমৃদ্ধির জন্য উদ্যোক্তা হিসেবে তৈরি করতে বাহিনীর ট্রাস্ট ও ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের সঙ্গে যুক্ত করার আহবান জানান।