প্রেস বিজ্ঞপ্তি : পশ্চিম ষোলশহর খতিবের হাট সমাজ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় আজ মঙ্গলবার (১১ মার্চ) বিকালে কমিটির উদ্যোগে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন খতিবের হাট সমাজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ইস্কান্দর মিয়া।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন,আলহাজ্ব মোহাম্মদ মাহবুবুল আলম চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত এবং আনন্দিত। তিনি একজন নিবেদিত প্রান সমাজ সেবক ও শিক্ষানুরাগী।
নেতৃবৃন্দ বলেন,সমিতির সদস্যদের কল্যাণে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। পরে খতিবেরহাট সমাজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির নব নির্বাচিত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খতিবের হাট কাদেরিয়া তৈয়বিয়া জামে মসজিদের সেক্রেটারি আলহাজ্ব সেকান্দর মিয়া, চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, মোঃ ছগির, মোঃ সেলিম উদ্দিন, আলহাজ্ব শহীদুল ইসলাম শহীদ, কামরুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম হৃদয়, জয়নাল আবেদীন হিরু, মনির উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ কামাল উদ্দিন ও রাজীব দাশ প্রমুখ নেতৃবৃন্দ।