নগর প্রতিবেদক: চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সোমবার (১০ মার্চ) সকালে কোর্ট রোড়স্থ সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সদর সাব রেজিষ্ট্রার ও সমিতির প্রধান নির্বাচন কমিশনার সঞ্জয় কুমার আচার্য্য এর সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আকবর আলীর সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-চট্টগ্রাম জেলা রেজিষ্ট্রার খন্দকার জামিলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন,সদর সাব রেজিষ্ট্রার সঞ্জয় কুমার আচার্য্য, চান্দগাঁও সাব রেজিষ্ট্রার মু. মামুনুল ইসলাম, পাহাড়তলী সাব রেজিষ্ট্রার আলী আজগর, সদর রেকর্ড রুম সাব রেজিষ্ট্রার আবদুস সোবাহান, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ আবুল তালেব, সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ্ব এম. মোক্তার আহমদ, নির্বাচন কমিশনার অধ্যাপক হুমায়ুন কবির, আলহাজ্ব এয়ার মোহাম্মদ, সমিতির উপদেষ্টা আলহাজ্ব আহম্মদ আবদুল কায়ুইম, নুর উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মোঃ ইউনুছ, প্রবীন সদস্য আলহাজ্ব এম.এ. মালেক, মানিক লাল বিশ্বাস।
বক্তব্য রাখেন, সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর।
অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান-প্রধান নির্বাচন কমিশনার সঞ্জয় কুমার আচার্য্য এবং অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা রেজিষ্ট্রার খন্দকার জামিলুর রহমান বলেন,রেজিষ্ট্রেশন বিভাগের ভাবমুর্তি রক্ষায় দলিল লেখকদের ভুমিকা অপরিসীম। দলিল লেখকরা জাতীয় রাজস্ব আহরন করলেও তারা সব সময় অবহেলিত। তাই চট্টগ্রামের দলিল লেখকদের কল্যাণে সাধ্যমতো পদক্ষেপ গ্রহণ করা হবে। অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দসহ বিপুল সখ্যক সদস্য উপস্থিত ছিলেন।