বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান সদর উপজেলায় ঔষধ কোম্পানির একটি গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ রাশেদ(২৫) নামে একজন যুবক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও তার বন্ধুবান্ধবদের দেয়া তথ্য মতে,আজ রবিবার (০৯ মার্চ) ইফতারের কিছুক্ষণ আগে আছরের নামাজ পড়েন বান্দরবান কেন্দ্রীয় মসজিদে। পরে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে একটি ইফতার মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা হন রাশেদ।
পরে বান্দরবান -কেরানি হাট সড়কের সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় বিপরীত দিক থেকে আশা একটি দ্রুতগামী পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত হয় মোটরসাইকেল আরোহী রাশেদ।স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানিহাট আশশেফা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাশেদ বান্দরবান পৌরসভার ৭ নং ওয়ার্ড, আর্মি পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা উসমান সওদাগরের ছেলে।
দুর্ঘটনার বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনার পর ঘাতক পিকআপ চালক পালিয়ে যায়।আমরা ঘটনাস্থলে এসেছি, পরিবারের পক্ষ হতে এখনো থানায় কোন মামলা করা হয়নি।পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহণ করলে জানানো হবে।