স্পোর্টস ডেস্ক: নিউ জিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়াং ও রাচিন রাবীন্দ্রা দারুণ শুরু করছে। প্রথম ৬ ওভারে কোন ঝুঁকি না নিয়েই স্কোরবোর্ডে ৪৬ রান তুলেছে। তবে রাচিন কিছুটা আক্রমণাত্বক ভারতীয় বোলারদের ওপর। ১৮ বলে ২৮ রানে অপারাজিত আছেন এই বাঁহাতি ব্যাটার। অন্যদিকে ইয়ংয়ের সংগ্রহ ১৮ বলে ১১ রান।
টস জিতে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, তাদের চেষ্টা থাকবে রান তুলে রাখার। স্যান্টনার, “এটি একটি ভাল ফাইনাল হতে চলেছে। পাকিস্তানের থেকে এই জায়গার কন্ডিশন আলাদা। আমরা রান তুলে রাখার চেষ্টা করব। ম্যাট হেনরি চোটের কারণে একাদশের বাইরে, তার জায়গায় খেলবে নাথান স্মিথ।”
অন্যদিকে টস হারা রোহিত বলেন, “আমরা রান তাড়া করতে পছন্দ করি। ভালো পিচ, খুব বেশি পরিবর্তন হয়নি। আমদের প্রথমে বল করতে হবে এবং মনে রাখতে হবে কিভাবে তাদের রুখে দেওয়া যায়। দিনের শেষে, যে বিষয়টি গুরুত্বপূর্ন তা হলো আপনি কতটা ভালো খেলতে চান। আমরা টস নিয়ে চিন্তা করতে চাই না। আমরা ভালো ক্রিকেট খেলেছি। নিউ জিল্যান্ড একটি দারুণ দল। আমদের দলে কোন পরিবর্তন নেই।”
নিউ জিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রাভিন্দ্রা, কেইন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, কাইল জেমিসন, উইলিয়াম ওরর্ক।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব, বরুণ চক্রবর্তী।
টস হেরেই যাচ্ছে ভারত
আবার টস হারল ভারত। টানা ১৫টি এক দিনের ম্যাচে টস হারল ভারতীয় দল। অন্যদিকে কাপ্তান হিসেবে রোহিত টানা ১২টি এক দিনের ম্যাচে টস হারলেন। টস জিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।