বিনোদন ডেস্ক: ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ড। ভারতের জয়পুরে বসেছে এবারের আসর। গতকাল ছিল প্রথম দিন। প্রথম রাতে অনুষ্ঠিত হয় ডিজিটাল অ্যাওয়ার্ডস। ওটিটি ফিল্ম, সিরিজ ও অভিনয়শিল্পীদের পুরস্কৃত করা হয়।
আইফা ডিজিটালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কৃতি স্যানন ও সেরা অভিনেতার ট্রফি জিতেছেন বিক্রান্ত ম্যাসি। চলুন জেনে নিই কারা হলেন এবারের আইফা ডিজিটাল অ্যাওয়ার্ড বিজয়ী—
সেরা সিনেমা: অমর সিং চমকিলা
সেরা পরিচালক: ইমতিয়াজ আলী (অমর সিং চমকিলা)
ছাবা ঝড়: ২৩ দিনে আয় ১ হাজার কোটির দুয়ারে
ছাবা ঝড়: ২৩ দিনে আয় ১ হাজার কোটির দুয়ারে
সেরা অভিনেত্রী (চলচ্চিত্র): কৃতি স্যানন (দো পাত্তি)
সেরা অভিনেতা (চলচ্চিত্র): বিক্রান্ত ম্যাসি (সেক্টর ৩৬)
সেরা পার্শ্ব অভিনেত্রী (চলচ্চিত্র): অনূপ্রিয়া গোয়েনকা (বার্লিন)
সেরা পার্শ্ব অভিনেতা (চলচ্চিত্র): দীপক ডোব্রিয়াল (সেক্টর ৩৬)
সেরা মৌলিক গল্প (চলচ্চিত্র): কনিকা ঢিলো (দো পাত্তি)
সেরা সিরিজ: পঞ্চায়েত থ্রি
সেরা অভিনেত্রী (সিরিজ): শ্রেয়া চৌধুরী (বন্দিশ বান্ডিটস)
সেরা অভিনেতা (সিরিজ): জিতেন্দ্র কুমার (পঞ্চায়েত থ্রি)
সেরা পরিচালক (সিরিজ): দীপক কুমার মিশ্র (পঞ্চায়েত থ্রি)
সেরা পার্শ্ব অভিনেত্রী (সিরিজ): সানজিদা শেখ (হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার)
সেরা পার্শ্ব অভিনেতা (সিরিজ): ফয়সাল মালিক (পঞ্চায়েত থ্রি)
সেরা মৌলিক গল্প (সিরিজ): কোটা ফ্যাক্টরি থ্রি
তথ্যসূত্র: ইন্ডিয়া টিভি