ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম নগরে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪ – ২৫ এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের খেলা।আজ রবিবার (০৯ মার্চ) সকালে এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়েজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এর সহযোগিতায় অনুষ্ঠিত টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী।
উপস্থিত ছিলেন কুমিল্লা মর্ডান হাই স্কুলের শিক্ষক নেয়াজ খাম, কোচ মোঃ আইয়ুব খান, আন্নান্দ সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাক্ষণবাড়িয়ার শিক্ষক এ এফ এম আব্দুস সাকির ও কোচ ফেরদৌস রহমান, জেলা কোচ শেখ মাহাবুব করিম (মিঠু)।
মোট ১১ টি স্কুল দলের অংশগ্রহণে চট্টগ্রামের দুই ভেন্যু (এম এ আজিজ স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ) মাঠে অনুষ্টিত ৭ দিনব্যাপী টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে।
বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন শেষে উদ্বোধক দুই দলের খেলোয়াড় ও কর্মকতাদের সাথে পরিচিত হন।