কুমিল্লা প্রতিনিধি: ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনার যেমন ষড়যন্ত্র রয়েছে, তেমনি অন্তর্বর্তী সরকারেও বসে থাকা ফ্যাসিস্টরাও দায়ী। উপদেষ্টা সরকারে যারা হাসিনার দোসর আছে, আমরা তাদের অপসারণ চাই। সরকার, প্রশাসন ও আমলাতন্ত্রে হাসিনার দোসররা বসে আছে।’ আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে ফেনী শহরের মিজান ময়দানে এক জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এ জনসভার আয়োজন করা হয়।
সালাউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের মানুষ আশা করেছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। রমজানের আগে যেভাবে হোক সরবরাহ বাড়াতে হবে। ট্যাক্স-ভ্যাট কমাতে হবে।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলছি, বেশি সংস্কার সংস্কার করবেন না। বেশি সংস্কার সংস্কার করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে নাভিশ্বাস করবেন না। মানুষকে স্বস্তি দেন। রমজানে যেন জিনিসপত্রের দাম না বাড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে।’
জনসভায় আরও বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সাবেক এমপি রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় নেতা বেলাল আহমেদ, সাহানা আকতার সানু ও মশিউর রহমান বিপ্লবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভা পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী।