ফটিকছড়ি (চট্টগ্রাম)প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলায় পবিত্র কাবা ঘরের আদলে স্থানীয় এক মহিলা স্থাপনা গড়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়,উপজেলার লেলাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আবাসনে উপজেলার কাঞ্চননগর এলাকার এক মহিলা থাকেন। সে মহিলা আবাসনের টিলার নিচু জায়গায় ঢালুতে পাকা একটি স্থাপনা নির্মাণ করে। গত শুক্রবার স্থাপনাটি রঙ করে পবিত্র স্থানের কিছুটা আদলে। পরে স্থানীয় লোকজন তা দেখে ক্ষোভ প্রকাশ করে। পাশাপাশি স্যোসাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে।
শনিবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ওসমানের নিকট জানতে চাইলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, গড়ে তোলা স্থাপনার বিষয়ে আগামীকাল (রোববার) উপজেলা নির্বাহী অফিসার মো.মোজাম্মেল হক চৌধুরী এসে ব্যবস্থা নিবেন।
তিনি আরো বলেন,মহিলাটি আবাসনের ঘরে দরজা বন্ধ করে অবস্থান করায় নাম জানা সম্ভব হয়নি।স্থাপনাটি দেখার জন্য আশপাশের লোকজন ছুটে যাচ্ছে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার মো.মোজাম্মেল হক চৌধুরীর নিকট গতকাল শনিবার রাত পৌনে ৮ টার দিকে মুটোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি শুনেছি।রোববার দেখে ব্যবস্থা নেয়া হবে।