এস এম আরজু,নগর প্রতিবেদক: পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোরশেদ-কাদের-সাইফুদ্দিন পরিষদের নেতারা।দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে সামনে রেখে এ মতবিনিয় করেন তারা। শুক্রবার(১৪ ফেব্রুয়ারি) বিকেলে মোরশেদ আহমেদ মঞ্জুর ও মুহাম্মদ সাইফুদ্দিনের নেতৃত্বে সোসাইটির পিএইচপি হাউসে সাক্ষাতে মিলিত হন প্রার্থীরা।
মতবিনিময়কালে সোসাইটির আসন্ন নির্বাচনের বিষয়ে বিশিষ্ট এই সমাজসেবক ও শিল্পপতির নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন প্রার্থীরা।
তারা জানান,স্বচ্ছতা, জবাবদিহিতা,বৈষম্যহীন এবং সার্বজনীন সোসাইটি গঠনের প্রত্যয় ও পরিবর্তনের লক্ষ্য নিয়ে ১২টি পদে প্যানেল ঘোষণা করেছেন। প্যানেলের সকল প্রার্থী সোসাইটির বাসিন্দা, ফলে যে কোনো সময় তাদের কাজে পাওয়া যাবে। এতে সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হবে। একটি আদর্শ সোসাইটি গঠন এবং উন্নয়নের সুযোগ দিতে পিএইচপি ফ্যামিলির সহযোগিতা কামনা করেন। যাতে তারা পুরো প্যানেলে জয়যুক্ত হতে পারেন।
এ সময় প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোরশেদ আহমেদ মঞ্জু,সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন,সহ-সভাপতি ডা.গোলাম কাদের চৌধুরী,কোষাধ্যক্ষ মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী,সদস্য পদপ্রার্থী প্রকৌশলী আবুল কালাম আজাদ, আজাদ মঈনুদ্দীন,দিলশাদ আহমেদ,এসএম জমির উদ্দীন,মোহাম্মদ জাহাঙ্গীর কবির, মামুনুল ইসলাম হুমায়ুন,মো.মঈন উদ্দিন খান চৌধুরী এবং প্রকৌশলী মো.রেজাউল হায়াত খান উপস্থিত ছিলেন।
একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান নিজের ও পরিবারের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন ও সহযেগিতার আশ্বাস দেন।
এ সময় তিনি পুরো প্যানেলের প্রার্থীদের শুভ কামনা জানান। সোসাইটির ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে এবং সার্বিক উন্নয়নে পরিষদের প্রার্থীদের উল্লেখযোগ্য ভূমিকা প্রত্যাশা করেন।
তিনি বলেন,‘সবাই মিলে একটি সুন্দর সোসাইটি গঠন, দৃষ্টান্তমূলক কাজের পরিকল্পনা এবং মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেলে সদস্যরা ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
উল্লেখ্য,আগামী ২২ ফেব্রুয়ারি সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে অবস্থিত অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের কথা রয়েছে। এবার তিনটি প্যানেল থেকে ৩৪ এবং স্বতন্ত্র ৪ জনসহ মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।