বিশেষ প্রতিনিধি :রাজধানীর উত্তরা ১৮ “রুয়াপ সনাতন মন্দির” পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোপাল চন্দ্র বর্মন ও কার্তিক কুমার চক্রবর্তী। শুক্রবার(১৪ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মন্দির প্রাঙ্গনে এ ভোট গ্রহন চলে।

মন্দিরের এ নির্বাচনকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ এলাকায় সকাল থেকেই এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। উভয় দলের প্রার্থীরা খুবই শান্ত এবং সুশৃঙ্খল পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এখন থেকে রুয়াপের এ মন্দির ৩১ সদস্য বিশিষ্ট একটি নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি পেল।

এ কমিটির নির্বাচিত অপর সদস্যরা হলেন- সহ-সভাপতি সুভাষ চন্দ্র বণিক,ডা:পবিত্র কুমার সাহা,যুগ্ম সম্পাদক আশুতোষ চন্দ্র সরকার,কোষাধ্যক্ষ দেবাশীষ ভৌমিক, সাংগঠনিক সম্পাদক রণজিৎ দেবনাথ, মহিলা সম্পাদিকা তপতী ভট্টাচার্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নিউটন কুমার রায়,দপ্তর সম্পাদক স্বরুপ দাশ, প্রচার সম্পাদক মন্তোষ কুমার পাল,স্বাস্থ্য সম্পাদক ডা: সমীর বনিক,কার্যনির্বাহী সদস্য প্রদীপ কুমার চক্রবর্তী, কৃষিবিদ বিধান চন্দ্র পাল,সুশীল কুমার পোদ্দার, গোপা চৌধুরী, সুজিত কুমার সাহা,স্বপন কুমার বণিক,অজিত কুমার সরকার,অসীম কুমার দত্ত,বিমান কুমার নন্দী,সুষ্মিতা কুন্ডু,বীর মুক্তিযোদ্ধা সন্তোষ সরকার,শেফালী রাণী সাহা,চৈতন্য কুমার দাশ,শান্ত কুমার ঘোষ, বনানী নাথ,অসীম কুমার সাহা,জীবনকৃষ্ণ দেবনাথ,নিকাশ চন্দ্র মিত্র ও শ্যামল সাহা প্রমুখ।

উল্লেখ্য,এই রুয়াপে সুষ্ঠু নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা হলেন- প্রধান নির্বাচন কমিশনার ড.বিরেশ কুমার গোস্বামী,প্রিজাইডিং অফিসার-নিরঞ্জন দেবনাথ ও কমিশনার-দীনবন্ধু পন্ডিত।

নির্বাচন পরিচালনা পর্ষদের এই কারিগরেরা খুবই সুন্দর একটি রূপরেখার মাধ্যমে তাদের নির্বাচন পরিচালনা করেছেন। আর এ রূপরেখার নাম দিয়েছেন ”রুয়াপ সনাতন মন্দির কার্যনির্বাহী কমিটি নির্বাচন পরিচালনা বিধিমালা ২০২৪”। রুয়াপে এত সুন্দর নির্বাচন উপহারে তাদের মেধা,প্রজ্ঞা,পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টা প্রশংসার দাবীদার।

আরো উল্লেখ্য,ইতোপূর্বে দীর্ঘ প্রায় ৬ বছর যাবৎ অনির্বাচিত (সর্বসম্মতিক্রমে)একটি কমিটির মাধ্যমে মন্দিরের সকল পূজা ও নানা কার্যক্রম চলে আসছিলো।এখন রুয়াপে একটি নির্বাচিত কমিটি হওয়ায় রুয়াপবাসী আনন্দিত ও নানান আশায় আশাবাদী।

বিশেষ প্রতিনিধি :রাজধানীর উত্তরা ১৮ “রুয়াপ সনাতন মন্দির” পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোপাল চন্দ্র বর্মন ও কার্তিক কুমার চক্রবর্তী। শুক্রবার(১৪ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মন্দির প্রাঙ্গনে এ ভোট গ্রহন চলে।

মন্দিরের এ নির্বাচনকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ এলাকায় সকাল থেকেই এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। উভয় দলের প্রার্থীরা খুবই শান্ত এবং সুশৃঙ্খল পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এখন থেকে রুয়াপের এ মন্দির ৩১ সদস্য বিশিষ্ট একটি নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি পেল।

এ কমিটির নির্বাচিত অপর সদস্যরা হলেন- সহ-সভাপতি সুভাষ চন্দ্র বণিক,ডা:পবিত্র কুমার সাহা,যুগ্ম সম্পাদক আশুতোষ চন্দ্র সরকার,কোষাধ্যক্ষ দেবাশীষ ভৌমিক, সাংগঠনিক সম্পাদক রণজিৎ দেবনাথ, মহিলা সম্পাদিকা তপতী ভট্টাচার্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নিউটন কুমার রায়,দপ্তর সম্পাদক স্বরুপ দাশ, প্রচার সম্পাদক মন্তোষ কুমার পাল,স্বাস্থ্য সম্পাদক ডা: সমীর বনিক,কার্যনির্বাহী সদস্য প্রদীপ কুমার চক্রবর্তী, কৃষিবিদ বিধান চন্দ্র পাল,সুশীল কুমার পোদ্দার, গোপা চৌধুরী, সুজিত কুমার সাহা,স্বপন কুমার বণিক,অজিত কুমার সরকার,অসীম কুমার দত্ত,বিমান কুমার নন্দী,সুষ্মিতা কুন্ডু,বীর মুক্তিযোদ্ধা সন্তোষ সরকার,শেফালী রাণী সাহা,চৈতন্য কুমার দাশ,শান্ত কুমার ঘোষ, বনানী নাথ,অসীম কুমার সাহা,জীবনকৃষ্ণ দেবনাথ,নিকাশ চন্দ্র মিত্র ও শ্যামল সাহা প্রমুখ।

উল্লেখ্য,এই রুয়াপে সুষ্ঠু নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা হলেন- প্রধান নির্বাচন কমিশনার ড.বিরেশ কুমার গোস্বামী,প্রিজাইডিং অফিসার-নিরঞ্জন দেবনাথ ও কমিশনার-দীনবন্ধু পন্ডিত।

নির্বাচন পরিচালনা পর্ষদের এই কারিগরেরা খুবই সুন্দর একটি রূপরেখার মাধ্যমে তাদের নির্বাচন পরিচালনা করেছেন। আর এ রূপরেখার নাম দিয়েছেন ”রুয়াপ সনাতন মন্দির কার্যনির্বাহী কমিটি নির্বাচন পরিচালনা বিধিমালা ২০২৪”। রুয়াপে এত সুন্দর নির্বাচন উপহারে তাদের মেধা,প্রজ্ঞা,পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টা প্রশংসার দাবীদার।

আরো উল্লেখ্য,ইতোপূর্বে দীর্ঘ প্রায় ৬ বছর যাবৎ অনির্বাচিত (সর্বসম্মতিক্রমে)একটি কমিটির মাধ্যমে মন্দিরের সকল পূজা ও নানা কার্যক্রম চলে আসছিলো।এখন রুয়াপে একটি নির্বাচিত কমিটি হওয়ায় রুয়াপবাসী আনন্দিত ও নানান আশায় আশাবাদী।