মো. আয়ুব মিয়াজী: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান (১৩১২৪১)-কে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জানুয়ারি বদলী করা হয়েছে। তার স্থলে চন্দনাইশে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডা. রশ্মি চাকমাকে পদায়ন করা হয়। দীর্ঘ ১৫ দিন পরও দায়িত্ব দিচ্ছে না বলে অভিযোগ।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) (চলতি দায়িত্ব) মহা পরিচালকের পক্ষে ডা. এ.বি.এম আবু হানিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ডা. আবদুল্লাহ আল ইফরানকে নানিয়াচর বদলি করা হয়। বিধিমালা অনুযায়ী ডা. রশ্মি চাকমা গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করে।
আটিকেল- ৪৭ এর বিধান মতে গত ২১ জানুয়ারি চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বভার গ্রহন করতে যান তিনি। কিন্তু বদলিকৃত ডা. আবদুল্লাহ আল ইফরান তাকে দায়িত্ব হস্তান্তর না করে ফিরিয়ে দেন।
ডা. রশ্মি চাকমা বলেছেন, তিনি নিয়ম অনুযায়ী সিভিল সার্জন কার্যালয়ে যোগদানের পর গত ২১ জানুয়ারি চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব নিতে গেলে ডা. আবদুল্লাহ আর ইফরান তাকে দায়িত্ব না দিয়ে ফিরিয়ে দেন। এ সময় তিনি মুবিন পাসওয়ার্ড হস্তান্তর না করায় অফিসিয়ালি জটিলতায় পড়েছেন। তিনি বিষয়টি চট্টগ্রামের সিভিল সার্জন, বিভাগীয় পরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা, জাহাঙ্গীর আলম বলেছেন, মুবিন মুভ ওয়ার্ক কাজ করতে হবে। ডা. রশ্মি চাকমা যোগদান করেছেন, অফিসিয়ালি তাকে দায়িত্ব না দেয়ার কোন সুযোগ নেই।
জানা যায়, ডা. আবদুল্লাহ আল ইফরান বিগত সরকারের আমলে আ’লীগ নেতা বিএম’র সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধূরীর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে দাপটের সহিত চলেছেন। চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় দুর্নীতির সংবাদ প্রকাশিত হলেও গণঅভ্যুত্থান পরবর্তী তিনি বহাল তবিয়তে ছিলেন। কিছুদিনের মধ্যে তার অধীনে এমএসআর টেন্ডার প্রক্রিয়া, দোহাজারী ও চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক বরাদ্দ দিয়ে যাওয়ার পূর্বে উত্তোলনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়।
এ ব্যাপারে ডা. আবদুল্লাহ আল ইফরানের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।