দি ক্রাইম ডেস্ক: বিস্ফোরক আইনের মামলায় আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন প্রায় দেড় শতাধিক বিডিআর সদস্য। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাবেন তারা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুধু এই কারাগার থেকেই ৮৯ জনকে মুক্তি দেয়া হবে।

মুক্তি দেয়ার সমস্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সবকিছু সম্পন্ন হতে হতে বেলা ১২টা নাগাদ লেগে যেতে পারে।

এদিকে, বছরের পর বছর ধরে ওই মামলার আসামি হিসাবে কারাবাস করা বাবা’র মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে অপেক্ষা করছেন ছেলে মো. শাকিল আহমেদ।

তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এই মুক্তি এসেছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করার ও গত ১৬ বছর ধরে জেলখানায় অকারণে নির্মম নির্যাতনের শিকার হওয়া মানুষদের সুবিচারের দাবিও জানান তিনি।

দি ক্রাইম ডেস্ক: বিস্ফোরক আইনের মামলায় আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন প্রায় দেড় শতাধিক বিডিআর সদস্য। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাবেন তারা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুধু এই কারাগার থেকেই ৮৯ জনকে মুক্তি দেয়া হবে।

মুক্তি দেয়ার সমস্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সবকিছু সম্পন্ন হতে হতে বেলা ১২টা নাগাদ লেগে যেতে পারে।

এদিকে, বছরের পর বছর ধরে ওই মামলার আসামি হিসাবে কারাবাস করা বাবা’র মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে অপেক্ষা করছেন ছেলে মো. শাকিল আহমেদ।

তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এই মুক্তি এসেছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করার ও গত ১৬ বছর ধরে জেলখানায় অকারণে নির্মম নির্যাতনের শিকার হওয়া মানুষদের সুবিচারের দাবিও জানান তিনি।