আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি আরো চার নারী জিম্মিকে আগামী সপ্তাহে মুক্তি দেবে হামাস। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এক এক্স বার্তায় তথ্যটি নিশ্চিত করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও এ তথ্য জানিয়েছে। এক্স পোস্টে জো বাইডেন আরো বলেছেন, প্রতি সাত দিনে তিনজন জিম্মিকে মুক্তি দেয়া হবে। এদের মধ্যে প্রথম পর্যায়ে কমপক্ষে দুজন মার্কিন নাগরিকও থাকবেন।
তিনি আরো লেখেন, আমরা তাদের সুস্থতার জন্য প্রার্থনা করছি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে টেলিভিশনে দেয়া শেষ ভাষণে জো বাইডেন গাজায় যুদ্ধবিরতিকে তার প্রেসিডেন্সির অন্যতম কঠিন কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।
একই সঙ্গে এই যুদ্ধবিরতি চুক্তিটি ইসরায়েলের ওপর ক্রমাগত চাপ এবং মার্কিন সরকারের কৌশলগত সমর্থনের মাধ্যমে সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
বাইডেন আরো দাবি করেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়।
প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার (১৯ জানুয়ারি) বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথমদিনে তিন নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।