স্পোর্টস ডেস্ক: জয়ের জন্য শেষ ওভারে সিলেট স্ট্রাইকার্সের ২৩ রান দরকার ছিল। মোস্তাফিজের প্রথম ডেলিভারিতেই ছক্কা হাঁকান সামিউল্লাহ শিনওয়ারি। এরপর ওয়াইড, ফের বাউন্ডারি। এতে ৪ বলে সমীকরণ দাঁড়ায় ১২ রান। ম্যাচটা তখন প্রায় ফিফটি-ফিফটি।
এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখলেন কাটার-মাস্টার। তৃতীয় বলে সিঙ্গেলের পর টানা দুই উইকেট হারায় সিলেট। ১৩ বলে ২৯ করে সাজঘরে ফেরেন সিলেটের অধিনায়ক আরিফুল। এরপর রানআউট সুমন খান। কিন্তু শেষ বলে রুয়েল মিয়া বাউন্ডারি হাঁকালেও জিততে পারেনি সিলেট। রুদ্ধশ্বাস লড়াইয়ে ৬ রানের জয় পেয়েছে রাজধানীর দলটি।
সোমবার (২০ জানুয়ারি) সাগরিকায় টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করেছিল ঢাকা। জবাবে ১৯০ রানের বেশি করতে পারেনি সিলেট।
বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। মোসাদ্দেকের বলে বোল্ড হয়ে ৫ বলে ৩ রানে জর্জ মানসি এবং মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে ৭ বলে ৮ করে ফেরেন জাকির হাসান।
সেখান থেকে দলকে এগিয়ে নেন রনি তালুকদার ও অ্যারন জোন্স। ৩৩ বলে ফিফটি হাঁকান রনি। তবে টি-টোয়েন্টি মেজাজে খেলতে পারেননি জোন্স। ৩২ বলে ৩৬ করে থিসারা পেরেরা শিকার হয়ে থামেন তিনি। আর ৪৪ বলে ৯ বাউন্ডারিতে ৬৮ করে আউট হন রনি।
শেষদিকে খেলা জমিয়ে তুলেছিলেন আরিফুল আর জাকের। তবে কাঙ্ক্ষিত জয় আসেনি। ১৩ বলে ২৮ রানে জাকের আর সমান বলে ২৯ করে সাজঘরে ফেরেন আরিফুল।
ঢাকার হয়ে ৩১ রানে দুটি উইকেট থিসারা পেরেরা। এ ছাড়া ৪৬ রান খরচায় জোড়া উইকেট শিকার করেন মোস্তাফিজ।
এর আগে, ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিলেন তানজিদ তামিম। তবে ইনিংস লম্বা করতে পারেননি এই ওপেনার। ১৬ বলে ২২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এরপর ৮ বলে ৯ রানে নামিবিয়ার ব্যাটার জেপি কোৎজে এবং ৭ বলে ৪ রানে আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত।
চতুর্থ উইকেটে সাব্বিরকে নিয়ে ৩৮ বলে ৪২ রানের জুটি করেন লিটন। তবে টিপু সুলতানের বলে বোল্ড হয়ে ২১ বলে ২৪ রানে থামেন সাব্বির।
পঞ্চম উইকেট জুটিতে তাণ্ডবলীলা চালান লিটন ও থিসারা পেরেরা। ২৮ বলে ৮১ রানের জুটি গড়েন তারা। তবে ইনিংসের ১৯তম ওভারে রুয়েল মিয়ার বলে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ফেরার আগে সমান ৪ চার-ছক্কায় ৩৮ বলে ৭০ রানের ইনিংস খেলেন উইকেটকিপার এই ব্যাটার।
শেষ ওভারে পেরেরাও প্যাভিলিয়নে ফেরেন। সমান ৩ চার ও ছক্কা ১৭ বলে ৩৭ রান করেন ঢাকার অধিনায়ক। শেষমেশ ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানে থামে ঢাকার ইনিংস।