কক্সবাজার প্রতিনিধি: চার দিন আটক রাখার পর পণ্যবাহী কার্গো বোটগুলো ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে বিভিন্ন পণ্য নিয়ে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নাফ নদীর মোহনায় তিনটি কার্গো বোট আটক করেছিল গোষ্ঠীটি।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় আটক তিন কার্গোর মধ্যে দুটি নাফ নদের জলসীমা নাইক্ষ্যংদিয়া থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। ইতোমধ্যে একটি কার্গো স্থলবন্দরের ঘাটে পৌঁছেছে।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, ওই তিন কার্গোতে ৫০ হাজার বস্তা পণ্য আছে। কার্গোতে থাকা শুঁটকি মাছ, সুপারি, কফিসহ বিভিন্ন পণ্যের দাম ৩০ থেকে ৪০ কোটি টাকা।

তিনি বলেন, “সকালে দুটি কার্গো ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। একটি বন্দর ঘাটে পৌঁছেছে। বাকি কার্গোগুলোর বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইয়াঙ্গুন থেকে টেকনাফে আসার পথে পণ্যবাহী তিনটি কার্গো নাফ নদের মোহনায় আটকে রাখে আরাকান আর্মি।

কক্সবাজার প্রতিনিধি: চার দিন আটক রাখার পর পণ্যবাহী কার্গো বোটগুলো ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে বিভিন্ন পণ্য নিয়ে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নাফ নদীর মোহনায় তিনটি কার্গো বোট আটক করেছিল গোষ্ঠীটি।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় আটক তিন কার্গোর মধ্যে দুটি নাফ নদের জলসীমা নাইক্ষ্যংদিয়া থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। ইতোমধ্যে একটি কার্গো স্থলবন্দরের ঘাটে পৌঁছেছে।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, ওই তিন কার্গোতে ৫০ হাজার বস্তা পণ্য আছে। কার্গোতে থাকা শুঁটকি মাছ, সুপারি, কফিসহ বিভিন্ন পণ্যের দাম ৩০ থেকে ৪০ কোটি টাকা।

তিনি বলেন, “সকালে দুটি কার্গো ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। একটি বন্দর ঘাটে পৌঁছেছে। বাকি কার্গোগুলোর বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইয়াঙ্গুন থেকে টেকনাফে আসার পথে পণ্যবাহী তিনটি কার্গো নাফ নদের মোহনায় আটকে রাখে আরাকান আর্মি।