ক্রীড়া প্রতিবেদক: মালয়েশিয়ায় নারী অনূর্ধ্ব–১৯ টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের উদ্বোধনী দিনে আজ শনিবার(১৮ জানুয়ারি) নেপালের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেয়েছে নারী অনূর্ধ্ব–১৯ বাংলাদেশ দল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত ম্যাচে নেপাল প্রথমে ব্যাট করে ১৮.২ ওভারে ৫২ রানে গুটিয়ে গেলে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে যায়। বাংলাদেশ দলের জান্নাতুল মাওয়া দলের পক্ষে ৪ ওভারে ১১ রানে ২ উইকেট লাভ ও ৮ বলে ৫ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে।

চার গ্রুপে ১৬টি দলের অংশগ্রহনে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব–১৯ টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৫ এর “ডি” গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের পর ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবার চার গ্রুপের প্রতিটি থেকে সেরা তিনটি করে দল সুপার সিঙ পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে দুই গ্রুপের শীর্ষ দু’টি করে দল সেমিফাইনালের টিকিট পাবে।

৩১ জানুয়ারি সেমিফাইনাল এবং ২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্কোয়াড : সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ–অধিনায়ক), মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।

স্ট্যান্ড বাই : আশরাফি ইয়াসমিন অর্থি, লেকি চাকমা, অরভিন তানি, মেহেরুন নেসা।

উল্লেখ্য, গত ডিসেম্বরে নারী অনূর্ধ্ব–১৯–টি- টোয়েন্টি এশিয়া কাপে রানার্স–আপ হয়েছিল বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক: মালয়েশিয়ায় নারী অনূর্ধ্ব–১৯ টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের উদ্বোধনী দিনে আজ শনিবার(১৮ জানুয়ারি) নেপালের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেয়েছে নারী অনূর্ধ্ব–১৯ বাংলাদেশ দল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত ম্যাচে নেপাল প্রথমে ব্যাট করে ১৮.২ ওভারে ৫২ রানে গুটিয়ে গেলে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে যায়। বাংলাদেশ দলের জান্নাতুল মাওয়া দলের পক্ষে ৪ ওভারে ১১ রানে ২ উইকেট লাভ ও ৮ বলে ৫ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে।

চার গ্রুপে ১৬টি দলের অংশগ্রহনে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব–১৯ টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৫ এর “ডি” গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের পর ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবার চার গ্রুপের প্রতিটি থেকে সেরা তিনটি করে দল সুপার সিঙ পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে দুই গ্রুপের শীর্ষ দু’টি করে দল সেমিফাইনালের টিকিট পাবে।

৩১ জানুয়ারি সেমিফাইনাল এবং ২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্কোয়াড : সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ–অধিনায়ক), মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।

স্ট্যান্ড বাই : আশরাফি ইয়াসমিন অর্থি, লেকি চাকমা, অরভিন তানি, মেহেরুন নেসা।

উল্লেখ্য, গত ডিসেম্বরে নারী অনূর্ধ্ব–১৯–টি- টোয়েন্টি এশিয়া কাপে রানার্স–আপ হয়েছিল বাংলাদেশ।